জগন্নাথপুরে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৬



মোঃ আব্দুল ওয়াহিদ

মোঃ আব্দুল ওয়াহিদ জগন্নাথপুর( সুনামগঞ্জ) থেকে :- সুনামগঞ্জের জগন্নাথপুরে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৬ জন আহত হয়েছে । আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা  হলেন, রাহান মিয়া (৩০)সুবেল মিয়া (২৪) রাহিমা বেগম (১৮) জাহানারা বেগম (৫৫) ও রাসেল মিয়া (২৫) এদের মধ্যে সুবেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার পাইল গাঁও ইউনিয়নের পাইল গাঁও গ্ৰামের মস্তফ আলীর ছেলে জাহাঙ্গীর এর নেতৃত্বে একদল সঙ্গবদ্ধ উগ্ৰ দাঙ্গাবাজ প্রকৃতির পরসম্পদ লোভী চরিত্রের লোকজন রইছ আলীর ছেলে রাহান মিয়ার লোকজনের উপর অতর্কিত হামলা চালায। ঘন্টা ব্যাপী সংঘর্ষের  ঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষের ঘটনায় রাহান বাদী হয়ে জাহাঙ্গীরকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।এ ঘটনার বিষয়ে অভিযোগ কারি রায়হান জানান,গত ৩১-৮-২০২০ইংতারিখ রাতে আমাদের ঘর চুরি হয় । চুরেরা ঘরথেকে একটি ম্যাগলাইট, টচলাইট ২টি মোবাইল ফোন ও একটি স্টীলের ট্রাংকে থাকা,১৭,৪৭০ টাকা,আট আনা ওজনের স্বর্ন চুরি , কাপড় চোপড় ও  রইছ আলীর স্ত্রী জাহানারা বেগমের আই টি কার্ড চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় রইছ আলী বাদী হয়ে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়রীর আবেদন করেন।রায়হান মিয়া জানান, বিগত দুই বছর পূর্বে চুরি হওয়া স্বর্ণের রিং প্রতিপক্ষের এক মহিলার কানে দেকে জিঙ্গাসা করিলে প্রতিউত্তরে  বলে,বাইন্নার ঘর থেকে বানিয়েছে কিন্তু কোন দোকানে বানানো হয়েছে জানতে চাইলে বলতে পারেনা। বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেছি। ঘটনার দিন বিভিন্ন বিষয়াদি নিয়া গ্ৰাম্য এক সালিশ বৈঠক বসলে প্রতিপক্ষ বৈঠকে আমাদের উপর অতর্কিত  হামলা চালায় ।

*

إرسال تعليق (0)
أحدث أقدم