জগন্নাথপুরে বৃদ্ধাকে পিটিয়ে জখম: বিষ্ণু চন্দ্র রায় বিশ্ব'র খুটির জোর কোথায়?



স্টাফ রিপাের্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুকুরের দেয়াল নির্মাণ নিয়ে ছেলেকে বাড়ীতে না পেয়ে অসহায় দুখিনী মায়ের উপর হামলা ও বাড়ী ঘর ভাংচুর করার অভিযােগ পাওয়া গেছে। জানা যায়, পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রামের মৃত সুখেন্দ্র লাল রায়ের ছেলে বিকাশ রঞ্জন রায় ও একই গ্রামের মৃত মদন মােহন রায়ের ছেলে বিশ্ব চন্দ্র রায়ের সাথে ও একই বাড়ীর সিতেশ চন্দ্র রায়, সুশিল চন্দ্র রায়, সঞ্জয় চন্দ্র রায় তাদের সাথে মালিকানা ভুমি ও পুকুরে পাকা দেয়াল নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। উক্ত বিরােধের জের ধরে ১২, এপ্রিল রােজ সােমবার ঘটনার দিন ভাের ৫ টার সময় বিবাদীগন সবাই এক হয়ে বিকাশ রঞ্জন রায়ের বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করে অশ্লিল ভাষায় গালিগালাজ করে ও বসত ঘরে ইট পাটকেল নিক্ষেপ করে দরজা খােলার জন্য ডাকা ডাকি করিলে আমার মা প্রাণ ভয়ে দরজা খুলে না দিলে অভিযুক্ত আসামী সিতেশ চন্দ্র রায়ের হুকুমে অভিযুক্তরা বাড়ী ঘর ভাংচুর করে বিকাশ রঞ্জনের মা (বিন্দু রানী রায় ৮৫) কে একা পেয়ে মাটিতে ফেলিয়া কিল ঘুষি লাতি মারিয়া শরীরের বিভিন্ন জায়গায় নিলা ফুলা বেদনা দায়ক জখম করে এসব অভিযােগে উল্লেখ করা হয়। আহত অবস্থায় বিন্দু রানী রায়কে জগন্নাথপুর হাসপাতালে ভর্তি করা হয়।এব্যাপারে বিন্দু রাণী রায় সাংবাদিকদের বলেন বিষ্ণু চন্দ্র রায় বিশ্ব'র খুটির জোর কোথায়?  এসবকি দেখার কেউ নাই?এই ঘটনায় বিকাশ রঞ্জন রায় বাদী হয়ে বিষ্ণু চন্দ্র রায় বিশ্ব, সিতেশ চন্দ্র রায়, সুশিল চন্দ্র রায় ও সঞ্জয় চন্দ্র রায়কে আসামী করে জগন্নাথপুর থানায় একটি অভিযােগ দায়ের করেন, এই বিষয়ে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন অভিযােগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

*

إرسال تعليق (0)
أحدث أقدم