কে এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
জাতীয় ট্রমাটোলজি ইনস্টিটিউট এবং অর্থোপেডিক পূনবার্সন (নিটোর)এরপরিচালক ও অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল গনি মোল্লা ও ডাক্তারদের অনিয়মের টেন্ডারবাজিঁ অবশেষে এমনটির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও অনুসন্ধাঁন সূত্রে বেড়িয়ে আসতে শুরু করছে জাতীয় ট্রমাটোলজি ইনস্টিটিউট এবং অর্থোপেডিক পূনবার্সন (নিটোর)এর কর্মরত দায়িত্ববান কর্তাদের ও সহযোগী ডাক্তারদের মুখোশের আড়ালে থাকা অনিয়মের নানান চিত্র।
আর এসব অনিয়মের তথ্য জানা যায় একটি লিখিত অভিযোগ থেকে। আর এসব অনিয়মের কর্মকান্ড বন্ধ করার জন্য ৯ই মার্চ লিখিত ভাবে জাতীয় ট্রমাটোলজি ইনস্টিটিউট এবং অর্থোপেডিক পূনবার্সন (নিটোর)এর পরিচালক এবং অধ্যাপক বরাবরে সঠিক ভাবে তদন্ত করে নিয়ম তান্ত্রিক ভাবে সঠিক কাগজ পত্র দাখিলকৃত আউট সোসিং ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য একটি লিখিত আবেদন দাখিল করেন ঠিকাদারী প্রতিষ্ঠান অনেষ্ট সিকিউরিটি সার্ভিস এর সত্বাধীকারী মোঃ নাসির উদ্দন।
অভিযোগে উল্ল্যেখ করা হয় হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আব্দুল গনি মোল্লা ও কিছু অসাধু ডাক্তারের অনিয়ম ও দূর্নীতির কথা।
জানা যায় গত ১৯/০৮/২০২০ইং তারিখে জাতীয় ট্রমাটোলজি ইনস্টিটিউট এবং অর্থোপেডিক পূনবার্সন (নিটোর)এর অধিনস্থ্য আহবানকৃত দরপত্র যার সূত্রনং Nitor/Hosp/Admin/outsourcing/2020-21/1623, যা গত ১৯/০৭/২০২০ইং তারিখের আলোকে দরপত্রে অংশ গ্রহন করেন অনেষ্ট সিকিউরিটি সার্ভিস এর সত্বাধীকারী মোঃ নাসির উদ্দন। তিনি উল্লল্যেখ করেন দরপত্রের শর্তাবলী মোতাবেক অনেষ্ট সিকিউরিটি সার্ভিস জমাকৃত সকল দলিলাদি সঠিক থাকা সত্ত্বেও ঐ প্রতিষ্টানকে কাজ না দিয়ে সফল ও কৃতকার্য দরদাতা হিসেবে বিবেচিত না করে হাসপাতালের পরিচালক ওঅধ্যাপক ডাঃ গনি মোল্লা ও মুল্যায়ন কমিটির কিছু অসাধু ডাক্তারগন মিলে তাদের বিশেষ মনোনীত সঠিক কাগজপত্র না থাকা কোম্পানী পাথমার্ক এ্যাসোসিয়েটস লিঃ কে কাজ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। এবং গত ১২/১০/২০২১খ্রিঃ তারিখে দপ্তরের নতুন সূত্র নং Nitor/Hosp/Admin/outsourcing/2020-21/2255 নং স্বারকের আলোকে পুনঃ আহ্বান করা হয়। এবং সেখানে গত ২৯/১০/২০২১ খ্রীঃতারিখে দরপত্রের সকল শর্তাবলী মেনে দরপত্রে অংশ গ্ররহন করে অনেষ্ট সিকিউরিটি সার্ভিস কোম্পানি। ২৯অক্টোবর ২০২১ইং তারিখে অংশ গ্রহন করলেও এখন পর্যন্ত কোন ফলাফল জানানো হয়নি অনেষ্ট সিকিউরিটি সার্ভিস কোম্পানিকে। অতচ হাসপাতালের আহ্বাকৃত দরপত্রের ২৪নং পৃষ্টার Seetion2: Tender data Sheet এ ITT 25.1 এ স্পষট উল্লেখ রয়েছে
দরপত্রের মেয়াদকাল হবে ৯০দিন এবং ঐ ৯০দিনের ভিতরে সকল কার্যক্রম শেষ করার বিধান থাকলেও এবং ঐ মেয়াদ শেষ হওয়ার পরও এখন পর্যন্ত কোন ফলাফল জানানো হয়নি অনেষ্ট সিকিউরিটি সার্ভিস কোম্পানিকে।
এছাড়াও আরও জানা যায় দরপত্র আহ্বানের মেয়াদ হওয়ার পরও পনঃ দরপত্রের আহ্বান না করে পাথমার্ক এ্যাসোসিয়েটস লিঃ এর সাথে চুক্তি সম্পাদনা করার পায়তারা চলছে। তাছাড়া আরও জানা যায় দরপত্র আহ্বানের শর্তাবলী মোতাবেক অনেষ্ট সিকিউরিটি সার্ভিস দরপত্রের সাথে প্রয়োজনীয় দলিলাদি জমা করে দরপত্রে অংশ গ্রহন করে। এবং অনেষ্ট সিকিউরিটি সার্ভিস প্রতিষ্টান কারিগরি প্রস্তাবে রেসপন্সিভ হিসাবে বিবেচিত হয়। এবং পিপিআর অনুযায়ী পত্র মারফত জানানোর নিয়ম থাকলেও অনেষ্ট সিকিউরিটি সার্ভিস প্রতিষ্টানকে জানানো হয়নি।
জানাযায় জাতীয় ট্রমাটোলজি ইনস্টিটিউট এবং অর্থোপেডিক পূনবার্সন (নিটোর)এর পরিচালক গনি মোল্লা ও কমিটির কিছু অসাধু ডাক্তারগন মিলে অসৎ উদ্দেশ্য সফল করার লক্ষে অনেষ্ট সিকিউরিটি ঠিকাদারী প্রতিষ্টানের রেসপন্সিভ থাকা সত্ত্বেও নিতিমালার তুয়াক্কা করে একক ভাবে সঠিক কাগজি না থাকা পাথমার্ক এ্যাসোসিয়েটস লিঃকে এককভাবে কৃতকার্য দরদাতা হিসেবে বিবেচিত করছেন। যা উধর্বতন কতৃপর্ক্ষ সরেজমিনে তদন্ত করলে বেড়িয়ে আসবে এমটি দাবী জানান আবেদনকারী মোঃ নাসির উদ্দিনের।
এছাড়া অভিযোগে আরও উল্ল্যেখ রয়েছে গত১৯/৭/২০২০ খ্রিঃ তারিখে জাতীয় ট্রমাটোলজি ইনস্টিটিউট এবং অর্থোপেডিক পূনবার্সন (নিটোর) ঐ পঙ্গু হাসপাতালে দরপত্র সূত্র নং Nitor/Hosp/Admin/outsourcing/2020-21/1623নং স্বারকে দরপত্র আহ্ববান করেন সেখানেও অনেষ্ট সিকিউরিটি সার্ভিস সঠিক নিয়মে দরপত্রে অংশ গ্রহন করেন। সেখনে পাথমার্ক এ্যাসোসিয়েটস লিঃ দরপত্রের শর্তমোতাবেক সকল দলিলাদি সঠিক না থাকার কারনে হাসপাতালের পরিচালক ও মুল্যায়ন কমিটি অসাধুভাবে তাদের অসৎ উদ্দেেশ্য হাসিলের জন্য পুঃদরপত্র আহ্ববান করেন।
জানা যায় পূর্বের দরপত্র যাচাই করলে বেড়িয়ে আসবে পাথমার্ক এ্যাসোসিয়েটস লিঃ এর কলখারখানা ও প্রতিষ্টান পরিদর্শন অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঠিকাদার সংস্থার লাইসেন্স হালনাগাদ ছিলনা যার সত্যতা তদন্ত করলে বেড়িয়ে আসবে বলেও অভিযোগে উল্ল্যেখ করা হয়।দরপত্রের শর্তাবলী অনুযায়ী সকল দরদাতা প্রতিষ্টানের দাখিলকৃত কাগজ-পত্রাদি সরেজমিনে যাচাই করে পিপিআর ২০০৮এর আলোকে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে অনেষ্ট সিকিউরিটি সার্ভিসের প্রোঃ নাসির উদ্দিন মাননীয় মন্ত্রী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়), মাননী সচিব(সেবা বিভাগ), স্বা ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, মহাপরিচালক (প্রশাসন), দূর্নীতি দমন কমিশন, সেগুন বাগিচা ঢাকা, পরিচালক ( প্রশাসন), সিপিটিইউ,আগারগাঁও ঢাকা, ও মাননীয় প্রধানমন্ত্রীর ( একান্ত সচিব)বরাবরে আবেদনের অনুলিপি প্রেরণ করা হয়।###