গোবিন্দ দেব, জগন্নাথপুর
সুনামগ্জের জগন্নাথপুর উপজেলার ১ম দু’বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী মরহুম অধ্যাপক আবু খালেদ চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী অাগামীকাল ২৩ মার্চ (মঙ্গলবার)। নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
১৯৪৩ সালের ২৩ শে মার্চ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন আবু খালেদ চৌধুরী। তাঁর পিতা আব্দুল কুদ্দুস চৌধুরী ছিলেন পেশায় শিক্ষক। তাঁর চাচা আব্দুল বারী চৌধুরী সুনামগঞ্জ লোকাল বোর্ডের চেয়ারম্যান এবং আসাম প্রাদেশিক পরিষদ সদস্য (এম.এল.এ) ছিলেন।
আবু খালেদ চৌধুরী নিজ গ্রামের অাশারকান্দি জ্যাকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে সুনামগঞ্জ জুবিলী হাইস্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট এম.সি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি ডিগ্রি অর্জন করেন।
তিনি শিক্ষাজীবন সমাপ্ত করে অধ্যাপনা পেশায় যোগদান করেন। রাঙামাটি ডিগ্রি কলেজ, ঢাকা তিতুমির কলেজ, ঢাকা ডিগ্রি কলেজ ও সিলেট মুরারিচাঁদ কলেজে অধ্যাপনা ছিলেন।
আইন পেশা ও সাংবাদিকতার সঙ্গে ছিলেন সম্পৃক্ত। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্য ইতিহাসের আলোকে হযরত শাহজালাল (রহ.), উপজেলা সংবাদ এবং বাংলাদেশে নির্বাচনী গণতন্ত্র বিশ্লেষণ উল্লেখযোগ্য। তিনি ২৩শে মার্চ ২০০৩ সালে ইন্তেকাল করেন।
এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি সংলগ্ন অাশারকান্দি জামে মসজিদে বাদ অাছর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
মরহুম অাবু খালেদ চৌধুরীর অাত্নার মাগফেরাতের জন্য সবার দোয়া ও কামনা করেন পরিবারের সদস্য বৃন্দ।