আমিনুর রহমান জিলু
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় টানা বর্ষন ও হালকা ঝড়োহাওয়া হয়েছে। ২৯ মার্চ দিবাগত রহমতের শবে বরাত রাত ১ ঘটিকা থেকে শুরু করে রাত ৪ ঘটিকা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এতে করে ব্যুরোধানের কৃষকদের অনেক উপকার হয়েছে। গত কয়েক দিনের খরায় দুশ্চিন্তারর যে কালো মেঘ কৃষকের মনে বাসা বেধেছিলো, তা সম্পূর্ণ কেটে গেছে। অন্যদিকে কিছু কিছু জায়গায় অতিরিক্ত শিলাবৃষ্টি হওয়ার খবরও পাওয়া গেছে, যার দরুন যেসব কৃষকের জমিতে লম্বা টাইপের ধান রোপণ করেছিলেন। শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় তাদের ধান বেকে গিয়ে কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে ক্ষতির চাইতে উপকারই বেশি হয়েছে বলে জানান জগন্নাথপুর পৌর এলাকা ৫ নং ওয়ার্ডের বাসিন্দা স্থানীয় কৃষক মোঃ আব্দুল হেকিম, কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের কৃষক এম এ মান্নান ও সৈয়দ শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃষক মোঃ তনজব আলী। পাটলী ইউনিয়নের বনগাও গ্রামের কৃষক মোঃ ফকরুল মিয়া। তারা বলেন গত বছরের মতো আমরা আশাবাদী এবারেও ফসল ভালো হবে, যদি আল্লাহ দয়া করেন।