জগন্নাথপুরে সূর্যমুখীর বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি



আমিনুর রহমান জিলু, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুরে সূর্যমুখী ফুলের বাম্পার ফলন হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের পূর্ব দিকে পিংলার হাওরে প্রায় তিন একর জায়গা জুড়ে জগন্নাথপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক আব্দুল হেকিম, কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা কৃষক আব্দুল মান্নান, সূর্যমুখীর চাষ করেছেন। গত মৌসুমেও আব্দুল হেকিম সূর্যমুখী চাষ করে আলোর মুখ দেখেন। এবারেও তার সূর্যমুখী চাষে বাম্পার ফলন হয়েছে। প্রকৃতির সৌন্দর্যের সাথ তাল মিলিয়ে বসন্তের এই মাতাল সমীরনে প্রকৃতি প্রেমীরা দল বেঁধে আসছেন সূর্যমূখীর বাগান দেখতে। কেউ বিভিন্ন অঙ্গভঙ্গি করে ফটো তোলার পজিশন নিয়ে আছেন। অন্যজন পোজ দিচ্ছেন, কেউ কেউ আবার সেলফি তুলতে মগ্ন রয়েছেন। তাদের মধ্যে একজকে প্রশ্ন করলে তিনি জানান সুনামগঞ্জ টু পাগলা সড়কের দুই পাশে সাড়ি সাড়ি গাছ গাছালি তার পাশেই এই মনোরম সূর্যমুখীর বাগান, সব মিলিয়ে অসাধারণ একটা প্লেস, দারুণ অনুভূতি, আমি প্রকৃতিকে ভালোবাসি তাই এখানে আসা। কৃষক আব্দুল হেকিম জানান ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় আমরা কৃষকেরা জগন্নাথপুর কৃষি অফিস থেকে ব্যাপক সহযোগীতা পেয়েছি। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ। অন্যান্য কৃষকদের আমি অনুরোধে করবো প্রকৃতিকে সুন্দর কথা করে সাজাতে এবং লাভজনক এই সূর্যমুখী চাষ করতে  আমার মতো সাবাই যেনো এগিয়ে আসে। এব্যাপারে জানতে চাইলে  উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদারকে ফোন করলে তিনি জানান। বিশ হেক্টর জমিতে ৫৫ জন কৃষক চাষ করেছেন, বিঘা প্রতি ৫ মন করে বিজ পাবার আশা আছে। ফলন অত্যন্ত ভালো হয়েছে, পরিবেশ অনুকূলে থাকলে শতভাগ সফলতার পাবার সম্ভাবনা আছে। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন