ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে জগন্নাথপুর থানা পুলিশ



মোঃ হুমায়ুন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ

ঐতিহাসিক ৭ ই মার্চ ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর থানা পুলিশ এর আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহাসিক ৭ ই মার্চ ও জাতীয় দিবস উপলক্ষে এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন উপলক্ষে  সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ এর আয়োজনে ৭ই মার্চ বিকালে থানা ভবনে  অত্র থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক আবদুল হাই এর পরিচালনায় এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, সাংবাদিক শংকর রায়, উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নিজামুল করিম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি প্রমূখ। অনুষ্ঠান শুরুতে কেক কাটা হয় এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামাল উদ্দিন।

এ সময় থানা পুলিশ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন