জগন্নাথপুরে দোকানের কর্মচারী ১৬ লাখ টাকা নিয়ে লাপাত্তা!




 স্টাফ রিপোর্টার 

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক দোকানের কর্মচারী প্রতারণা করে কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৬ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে।  তার নাম পিন্টু বৈদ্য (২৪) ওরফে আলীনূর খান সে জগন্নাথপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের শেরপুর গ্রামের বাসিন্দা। গত ৭ মার্চ সে তার মালিকের দোকান ও কয়েকজন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১৬ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। মালিক সকালে দোকানে  এসে তাকে ফোন করলে সে জানায় জরুরি কাজে সে তার এক আত্মীয়ের বাড়িতে এসেছে আর টাকা তার কাছে আছে,  এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও যখন সে আর ফিরছেনা তখন দোকান মালিক জাহেদুর রশীদ ভুইয়ার সন্দেহ বাঁধে, পরে বিভিন্ন স্থানে খোজ করে তাকে না পাওয়ায় তিনি নিশ্চিত হন সে আসলে তার সাথে প্রতারণা করেছে। জানা যায় জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভুইয়ার কনিষ্ঠ ভ্রাতা জগন্নাথপুর বাজারে নতুন গলির বিশিষ্ট ব্যবসায়ী, সায়মা এন্টার প্রাইজ এর স্বত্তাধিকারী মোঃ জাহেদুর রশীদ ভুইয়ার দোকানের ক্যাশ থেকে নগদ ৭ লাখ টাকা ও অন্যান্য আরো কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। সে জাহেদুর রশীদ ভুইয়ার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। গত দুই সপ্তাহ আগে সে হিন্দু থেকে আলীনূর খান নাম ধারণ করে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে। তার পিতার নাম বজি বৈদ্য, মাতার নাম বাণী রাণী বৈদ্য, দোকানের মালিক ব্যবসায়ী জাহেদুর রশীদ ভুইয়া জানান গত চার বছর যাবত সে আমার দোকানে কর্মরত রয়েছে এবং তার এই ঘৃনিত মুখোশের আড়ালে অসৎ উদ্দেশ্য নিয়ে সুন্দর ব্যবহারের মাধ্যমে  আমার বিশ্বাস  অর্জন করতে সক্ষম হয়েছে। এই ঘটনার পর পর আমি জানতে পারি আরো কয়েকজন ব্যাবসায়ীর কাছ থেকে প্রায় নয় লাখ টাকাও সে নিয়ে গেছে। তিনি আরো বলেন জগন্নাথপুর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। এবং পিন্টু বৈদ্য ওরফে আলীনূর খান এর নামে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। কোনো সুহৃদয়বান ব্যাক্তি যদি তাকে ধরে উল্লেখিত নাম্বারে কল 01712-246456 অথবা  পুলিশের হাতে তুলে দিতে পারেন, তাহলে তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার প্রদান করার ঘোষণা ও দেন তিনি








*

إرسال تعليق (0)
أحدث أقدم