জগন্নাথপুরে মাওঃ আব্দুল কাইয়ূম'র ''বিদায়ী সংবর্ধনা সম্পন্ন"



আমিনুর রহমান জিলু 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদরাসার সহকারি মাওলানা আব্দুল কাইয়ূম (রাউলী হুজুর) এর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে 

৬ ফেব্রুয়ারি ২০২১ইং শনিবার মাদরাসা হলরুমে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়। 

মাদরাসার গভর্ণিং বডির সভাপতি হাজী জমসেদ মিয়া তালুকদার এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক এনাম উদ্দিন আহমদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা নুরুল হক। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মোখলেছুর রহমান, জগন্নাথপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, রসুলগঞ্জ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউছুফ মো: মানিক, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি নজির উদ্দিন আহমদ, রসুলগঞ্জ একেএমপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী শফিকুল আলম, চন্দন মিয়া সৈয়দুন নেছা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আকবর হোসেন, মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য মনু মো: মতছির আলী, তরুন সমাজসেবক কয়ছর মিয়া, ইসলাম উদ্দিন জসীম, মাদরাসার শিক্ষক মাওলানা উমর ফারুক।


দশম শ্রেণির ছাত্র আব্দুস সালাম এর কুরআন তিলাওতের মাধ্যমে সূচিত সভায় নাশিদ পরিবেশন করেন আলিম ২য় বর্ষের ছাত্র হাফিজুর রহমান, দশম শ্রেণির ছাত্র রিয়াজ উদ্দিন। ছাত্র সংসদের পক্ষে বক্তব্য দেন ভিপি মুস্তাকিম আহমদ,শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রুকন উদ্দিন। মানপত্র পাঠ করেন জিএস মুহিবুর রহমান।


উপস্থিত ছিলেন কাইরঘাট দাখিল মাদরাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, সুনামগঞ্জ জেলা আল ইসলাহের তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল, জগন্নাথপুর উপজেলার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শওকত আলী, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক সালেহ আহমদ সালিক, সাবেক শিক্ষক আব্দুর রশীদ সরকার,সৈয়দ ইব্রাহীম আলী, আব্দুল বাছিত, শামছুল ইসলাম, রফিকুল ইসলাম, জুবায়ের আহমদ, আবুল খয়ের মো: সালমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয় এবং সাবেক ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

*

إرسال تعليق (0)
أحدث أقدم