জগন্নাথপুরে আছিম শাহ'র বাৎসরিক ওরস অনুষ্ঠিত হয়েছে



আমিনুর রহমান জিলু 

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে সাধক কবি আছিম শাহ (রহঃ) এর  বাৎসরিক ওরস অনুষ্ঠিত হয়েছে,  প্রতি বছর আছিম শাহ এর স্মরনে তার বংশদরদের আয়োজনে এই ওরস অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে তিন পাশে তিন বিশাল আকারের ষ্টেজ সাজানো হয়েছে, বাউল সংগীত পরিবেশন করার জন্য, যার মধ্যে দু'টির আয়োজন করেছেন মাজার কমিটি, অপরটি এই প্রথমবারের মতো মাজার কমিটি আছিম শাহ যুব সংঘের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী আছিম শাহ (রহ)এর  সুযোগ্য বংশধর শাহ মোঃ রুবেল মিয়া অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে। 

গত ১৪ ফেব্রুয়ারী রবিবার দিবাগত রাত ১০ ঘটিকায় মাজার সংলগ্ন মাঠে শাহ সিরাজ কুতুবীর সভাপতিত্বে ও শাহ জাবেদ আলী,  শাহ রমিজ আলী ও শাহ দিদার আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করেন, ঢাকা থেকে আগত বিশিষ্ট সংগীত শিল্পী ঝর্না দেওয়ান,  সজীব দেওয়ান ও আরটিভি  সেরাকন্ঠ  শিল্পী বাংলার গায়েন খ্যাত  সংগীতা সোমা। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত সফল কাউন্সিলর শফিকুল হক শফিক, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,

হল্যান্ড প্রবাসী  বিশিষ্ট শিল্পপতি জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মনি চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী, আব্দুল কাদির, ইতালি প্রবাসী সাবুল মিয়া, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি হাবিল মিয়া, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী  মোঃ মকবুল হোসেন ভুইয়া, যুক্তরাজ্য প্রবাসী কামাল হোসেন  প্রমুখ।

মাজার জিয়ারত করতে, গান শুনতে ও শিল্পীদের এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন  হাজার হাজার ভক্ত আশেকান। কয়েকজন ভক্তের সাথে কথা হয়। তারা জানান, ৩৬০ আউলিয়ার পূন্যভুমি আমাদের এই জগন্নাথপুর,  আমরা জগন্নাথপুর উপজেলার মানুষ ওলী আউলিয়াদের শ্রদ্ধা করি, ভালোবাসি,  তাই এখানে ছুটে আসা। অনুষ্ঠান শেষে ঢাকা থেকে আগত শিল্পী ঝর্না দেওয়ান, সজীব দেওয়ান, সংগীতা সোমাকে  বাউল সংগীতে বিশেষ অবদান রাখার জন্য আছিম শাহ যুব সংঘ ও আছিম শাহ রহঃ'র বংশধর যুক্তরাজ্য প্রবাসী শাহ মোঃ রুবেল মিয়ার সৌজন্যে  ক্রেষ্ট প্রদান করা হয়। পরে সভাপতির সমাপনী বক্তব্যর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। 


*

إرسال تعليق (0)
أحدث أقدم