জগন্নাথপুরে ১৫ টি গরু উদ্ধার, চার চোরকে জেলহাজতে প্রেরণ

 


আমিনুর রহমান জিলু 

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে  গত ২৯ জানুয়ারী শুক্রবার  শন্ধ্যা ৭ টা থেকে শনিবার রাত পর্যন্ত টানা ২০ ঘন্টা পুলিশি অভিযানে, ১৫ টি গরুসহ ৪ চোরকে গ্রেফতার করেছে  জগন্নাথপুর থানা পুলিশ। 

রবিবার দুপুরে তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এই ঘটনায় জগন্নাথপুর উপজেলা সহ দেশ-বিদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ  মাধ্যম ফেসবুকে দেশ-বিদেশের অনেকেই সাংবাদিকদের ফোন করে বলছেন এই ধরনের ঘটনা যাহাতে পুনরায় জগন্নাথপুরে না ঘটে সেজন্য চোরদের ছবি সহ আপনারা জাতির সামনে প্রকাশ করেন। 



জানাযায় গত বৃহস্পতিবার রাতে, জগন্নাথপুর পৌরসভার ভবানীপুরে, এক ব্যাক্তির  ঘর থেকে ৫টি গরু চুরি করে পিকআপ ভ্যানে  তুলে নিয়ে যাওয়ার সময়, এলাকাবাসী ধাওয়া করলে, তাড়া খেয়ে চোরেরা পালিয়ে যায়। পরে পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

জগন্নাথপুর থানা পুলিশ ওই গাড়ির সূত্র ধরে, গত শুক্রবার রাত ৮ টার দিকে পৌর এলাকার আল খানার পাড় এলাকায় অভিযান চালিয়ে, চানু মিয়া নামে এক ব্যাক্তির বাড়িতে তল্লাশি করে, বিশেষ  কায়দায় লোকানু গোপন কক্ষ থেকে কয়েকটি গরু উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ চানু মিয়া শহ আরো তিনজনকে আটক করে। 

আটককৃতরা হলেন, আনাই মিয়া ২৬, পিতা মৃত গয়াছ মিয়া, সাং ভবানীপুর।

ছালিক মিয়া ওরফে বাচ্ছু মিয়া ২৪, পিতা মোঃ নজির আলী, সাং ভবানীপুর।

সানোয়ার হোসেন সুনু ৩৩, পিতা মৃত  আব্দুস শহিদ সাধু, সাং ইসলামপুর আলখানার পার।

আব্দুস শহিদ ২০, পিতা আব্দুর রহিম, সাং ইকড়ছই।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন