জগন্নাথপুরে সরকারি পুকুর ভরাট করে ব্যাক্তিগত রাস্তা




আমিনুর রহমান জিলু

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে সরকার দীঘির পার একটি পুকুরে সরকারি জায়গায় মাটি ভরাট করে ব্যাক্তিগত রাস্তা তৈরী করেছেন মমসর (৪০) নামের এক ব্যাক্তি। 

সরেজমিনে গিয়ে দেখা যায় বাড়ী জগন্নাথপুর গ্রামের ভিতরের একটি রাস্তা সংলগ্ন (সরকার দীঘীর পুকুরে) সরকারি অংশে মাটি ভরাট করে অবৈধভাবে রাস্তা তৈরী করছেন মমসর নামের ঐ ব্যাক্তি। 

এক প্রশ্নের জবাবে তিনি জানান এখানে একটি আসন ঘর রয়েছে, যেখানে শতবছর আগে ইসব শাহ নামে কোনো এক সাধক নাকি এখানে আসন গড়েছিলেন। শুধু তাই নয় এখানে যে বিশালাকৃতির শিমুল গাছ রয়েছে সেই গাছের নীচে একটি গর্তে দুধ ঢাললে নাকি মনোবাঞ্ছা পূর্ণ হয়। তিনি আরো বলেন প্রতিদিন এখানে শত শত ভক্ত  আশেকান আসেন,  তাদের যাতায়াতে যেনো কোনো অসুবিধা না হয়, সেজন্য সরকারি পুকুর ভরাট করে রাস্তা তৈরী করা হচ্ছে, এখানে আমার ব্যাক্তিগত কোনো স্বার্থ জড়িত নয়। এই আসন নিয়ে উল্টা-পাল্টা কিছু লিখতে যাবেননা, তাতে আপনাদের অমঙ্গল হবে।

এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক  স্থানীয় ব্যাক্তি জানান - এই এলাকায় সাধক পীর আছিম শাহ মাজার আছে, শাহমাদার এর মোকাম আছে সত্য।  কিন্তু কিছু অসাধু ব্যাক্তি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এখানে ইসব শাহ'র আসন নিজেরাই তৈরী করে সাধারণ মানুষদের বোকা বানাচ্ছেন।

এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইয়াছির আরাফাত বলেন - আমি এখনো

কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন