খালিশাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

 




অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ

সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়নের খালিশাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


৮ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার ক্রীড়া ও সাংস্কৃতিক  অনুষ্ঠানে অংশ নেন অধ্যায়নরত শিক্ষার্থীগণ। জাতীয় সঙ্গীত, বিনোদন মুলক খেলাধূলা,ধর্মীয় গজল,কবিতা আবৃত্তি,সঙ্গীতানুষ্ঠান,যেমন খুশি তেমন সাজে অভিনয়,নৃত্য উপস্থাপন করেন কোমলমতি শিক্ষার্থীগণ।এবং আজ বিকেলে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন বিদ্যালয় কতৃপক্ষ।পাশাপাশি অতিথি শিল্পী,বিনোদনে অংশ নেয়া সিনিয়র শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের পুরস্কৃত করা হয়েছে। 


বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান খালিশাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃরাশিদ  আলম'র দিকনির্দেশনায় সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃআহসানুল হক। এছাড়াও বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার তুলে দেয়ার সময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃআব্দুল আজিদ তালুকদার,সিনিয়র শিক্ষক শৈলেন তালুকদার,শিক্ষিকা খাদিজা খানম,মধ্যনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃনওয়াব আলী তালুকদার,বিদ্যুৎশাহী সদস্য আব্দুল হালিম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত, কোষাধ্যক্ষ সুরঞ্জন তালুকদার ও মহিলা সদস্যা শামসুরন্নাহার প্রমুখ।


বিদ্যালয়ের সহসভাপতি আব্দুল আজিদ তালুকদার জানান বিদ্যালয়ের বরাদ্দ প্রধান শিক্ষক ও আমার অর্থ সহযোগিতায় এই প্রোগ্রমটি সফর হয়েছে। উপস্থিত বিশেষ অতিথি সকলের জন্য রইলো অফুরন্ত কৃতজ্ঞতা।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন