কেপিএস জেনারেল হসপিটালের ৩য় বর্ষপূর্তি উদযাপন ও এজিএম অনুষ্ঠিত

 


কেপিএস জেনারেল হসপিটালের ৩য় বর্ষপূর্তি উদযাপন ও এজিএম অনুষ্ঠিত

তানজিলা তানজু, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ার বাড়ি রোড সংলগ্ন কেপিএস জেনারেল হসপিটাল। কাঞ্চন পৌরসভার আশে পাশের মানুষজন ও অন্যান্য দূরবর্তী মানুষরা কেপিএস জেনারেল হসপিটালে তাদের চিকিৎসা সেবা নিতে আসেন। হসপিটালটি দীর্ঘ তিন বছর যাবত মানুষকে সেবা প্রদান করছে। ২৪ ঘন্টা ইমার্জেন্সি ডাক্তারের ব্যবস্থা রয়েছে যেন যেকোনো সময় রোগীর চিকিৎসা দেওয়া যায়।  জানা গেছে, এই হসপিটালের প্রতিটি স্টাফ রোগীদের সাথে খুবই নম্র ও মার্জিত ব্যবহার করে থাকে। খুবই আন্তরিক কেপিএস জেনারেল হসপিটাল এর মেনেজিং কমিটি। এই হসপিটালে বর্তমানে কর্মরত আছেন   কবি ও সাংবাদিক তানজিলা তানজু। তারই যোগসূত্রে এই তথ্য পাওয়া যায়। ২৭ জানুয়ারি ২০২৪ কেপিএস জেনারেল হসপিটাল এর তিন বছর পূর্তি এজিএম অনুষ্ঠান উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে  বিগত বছরে অধিক অবদান রাখা ডাক্তার ও অন্যান্য কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সকলের জন্য খাবারের আয়োজন করা হয়। এজিএম উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে হসপিটালের সকল  নারী স্টাফরা শাড়ি পরিধান করে আসেন। একই ফ্রেমে বন্দী কেপিএস জেনারেল হসপিটাল এর মেনেজিং কমিটিবৃন্দ ,  উল্লেখযোগ্য  ডাক্তার জেসমিন আক্তার, অটি সিস্টার মারজিয়া, 

সি ইউ শিলা আক্তার, স্টাফ - মো: হাসান মিয়া, আল - মামুন, বিল্লাল, রাবেয়া, সোহানা, সায়মা, তিশা, আফরিন, শ্রাবণী,   তাহমিনা, তানজিলা, জিপসি, শারমিন, আরিফা, বিদায় নিকটবর্তী স্টাফ কবি ও সাংবাদিক তানজিলা তানজু, নিলয় সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন