জয়পুরহাটে (এসো) কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচি পালিত

 



জয়পুরহাট প্রতিনিধিঃ



সমৃদ্ধি পরিবার সমৃদ্ধি দেশ

প্রত্যেক ব্যক্তির মানব মর্যাদায় প্রতিষ্ঠা, এহেড সোশ্যাল অর্গানাইজেশন ( এসো) কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয় কর্মসূচির আওতায় জয়পুরহাট  ক্ষেতলাল উপজেলার বড়তারা  ইউনিয়নে   ইউনিয়ন  পর্যায়ে ৩৭ টি সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের ৯২৫ জন শিক্ষার্থী, নয়টি ওয়ার্ডের যুব সদস্য ও ১৩৫ জন প্রবীনদের নিয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সকাল ১০ ঘটিকা হতে ছেলেদের দৌড়, লোং জাম, সহ প্রবিনদের ফুটবল খেলা, ও বেলা ২ টার পরে ছোট বাচ্চা দের কবিতা আবৃত্তি, গান, গজল, সহ নিত্য পরিবেশের মধ্যে নিয়ে বড়দের কবিতা আবৃত্তি, ও দেশাত্যবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় পি কে এস এফ এর সহযোগিতায়, এহেড সোসাল অরগানাইজেশান (এসো) কর্তৃক ইউনিয়নের কয়েকটি পর্যায়ে শ্রেস্ট সন্তান, শ্রেস্ট প্রবিন,ও বয়স্ক মাকে অতি যত্ন নেবার জন্য ইউনিয়নের কয়েজন কে সন্মাননা সারক প্রদান করা হয়েছে। এ ছাড়া (এসো)র কর্তৃপক্ষ  প্রবিন ও যুবকদের জন্য ফুটবল খেলার আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও গলাই ব্যাচ পড়ানো হয়। এ সময়  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু তাহের আকন্দ (প্রধান শিক্ষক বড় তারা উচ্চ বিদ্যালয়),  অবসরপ্রাপ্ত শিক্ষক  মমতাজুর রহমান (সভাপতি প্রবীণ কর্মসূচি), অবসরপ্রাপ্ত শিক্ষক  হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক  আব্দুস সামাদ মন্ডল, নাজমা বেগম (ইউপি সদস্য বড়তলা ইউনিয়ন),  আলী আজম (সমন্বয়কারী সমৃদ্ধি কর্মসূচি)আশরাফুল ইসলাম (সমাস উন্নয়ন কর্মকর্তা সমৃদ্ধি কর্মসূচি) জাকির হোসেন,  এম,এ মান্নান, সাংবাদিক রাশেদ ইসলাম সহ বিভিন্ন এলাকা থেকে আসা  অভিভাবক গন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্তিত ছিলেন ।বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আবু তাহের আকন্দ শিক্ষার্থী ও যুবদের উদ্দেশ্যে শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার গুরুত্ব আলোচনা করেন। তিনি বলেন খেলার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থী ও যুবরা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকবে এবং পড়াশোনার প্রতি উজ্জীবিত হবে বলে তিনি মত প্রকাশ করেন।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন