জগন্নাথপুরে সিলেটি বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে গ্রামবাসীর মধ্যে মতবিনিময় সভা



রিপোর্ট: আমিনুর রহমান জিলু

সুনামগঞ্জের জগন্নাথপুরে সিলেটি বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে গ্রামবাসীর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ মে শুক্রবার বিকাল ৪ ঘটিকায় স্থানীয় জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জগন্নাথপুর গ্রামের প্রবীন সালিসি ব্যাক্তিত্ব ও আওয়ামীলীগ নেতা আব্দুল করিম গেদন এর সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিকের পরিচালনায় সভায় বক্তব্য  রাখেন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আবু মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম পীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বিরেন্দ্র,
সাংবাদিক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক অমিত দেব, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আফু মিয়া, সমাজ সেবক তকবুর মিয়া, পৌর আওয়ামীলীগ নেতা শশী কান্ত গোপ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি আজাদ আলী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক শ্রী বাবুল দাস, গ্রামের প্রবীণ মুরুব্বি ওয়াকিব আলী, আরব আলী, নুরুল ইসলাম, সমাজ সেবক মাহমদ আলী সহ আরো অনেকে। 

বক্তারা বলেন জগন্নাথপুর থেকে সিলেটগামী ও সিলেট থেকে জগন্নাথপুরে আগত বাস সমূহের জন্য ব্যবহৃত বর্তমান বাসস্ট্যন্ডটির স্থান পরিবর্তন করে মডেল মসজিদের সম্মুখে স্থানান্তর করার উদ্যোগ নিয়েছে একটি কুচক্রী মহল। বাসস্ট্যান্ডটির স্থান পরিবর্তন করে মডেল মসজিদের সম্মুখে স্থানান্তর হলে পৌর শহরের অভ্যন্তরে যানজট বৃদ্ধি সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হবেন মসজিদের মুসল্লি, স্কুলের ছাত্র-ছাত্রী, পথচারী, পৌরবাসী সহ উপজেলাবাসীগণ।

অন্যদিকে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, নার্সারী স্কুল ও হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে মারাত্মক  প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। যার ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। 

তারা বলেন শহরের ভেতরে বাসস্ট্যান্ড স্থাপন নাকরে পুর্বদিকে শহর থেকে কিছুটা দূরে বাসস্ট্যান্ড স্থাপন করলে সবার জন্য ভালো হয়। এতে করে একদিকে যেমন যানজট কমবে অন্যদিকে স্কুলগামী ছাত্র ছাত্রী নিরাপদে- বাড়ী থেকে স্কুল, স্কুল থেকে বাড়ী ফিরতে পারবে।

এবং বাসস্ট্যান্ডটি স্থানান্তর না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহবান জানান তারা। 


*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন