জগন্নাথপুরের সৈয়দপুরে হত্যা মামলার প্রধান আসামি হুসবান গ্রেফতার



জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে একনলা বন্দুক ও ৪টি কার্তুজসহ হত্যা মামলার মূল আসামি সৈয়দ হুসবান গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি:

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর ঈশানকোনা এলাকায় গত ২৮-০৪-২০২৩ খ্রি. রাত ০৯:১৫ ঘটিকার পূর্বশত্রুতার জেরধরে দুই পক্ষের তর্কবিতর্কের একপর্যায় সৈয়দ হুসবান আহমদ তার বসতঘর হতে বন্দুক নিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে সৈয়দ জামাল (৪৫), পিতা-সৈয়দ আনহার, সাং-ঈশানকোনা, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ নামে এক ব্যাক্তি নিহত হয় এবং বেশ কয়েকজন জখম প্রাপ্ত হন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই সৈয়দ হোসাইন গত ০১-০৫-২০২৩ খ্রি. জগন্নাথপুর থানায় হাজির হয়ে আসামি ১। সৈয়দ আলমগীর (৪৭), ২। সৈয়দ হুসবান আহমদ (৩৫), উভয় পিতা-মৃত সৈয়দ এলাইছ মিয়া, ৩। মোঃ আবুল হাসান (৫৫), পিতা-মৃত আব্দুল হক, ৪। সৈয়দ মাহফুজ আহমদ (২৫), পিতা-জিতু মিয়া, ৫। সৈয়দ ইসহাক আহমদ (২০), পিতা-সৈয়দ আলমগীর, সর্বসাং-সৈয়দপুর ঈশানকোনা, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে অভিযোগ দিলে জগন্নাথপুর থানায় হত্যাসহ অন্যান্য ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।  

 

উক্ত মামলা রুজুর পর হতে এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতারে মামলাটির তদন্তকারী অফিসার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদারসহ সুনামগঞ্জ জেলা পুলিশের একটি চৌকশ টিম মৌলভীবাজার, ঢাকা, ফেনী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে এই হত্যা মামলার মূলহোতা এজাহারনামীয় ০২নং আসামি সৈয়দ হুসবান আহমদ (৩৫), পিতা-মৃত সৈয়দ এলাইছ মিয়া, সাং-সৈয়দপুর ঈশানকোনা, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জকে ১৩-০৫-২০২৩ খ্রি. ফেনী জেলা সদর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যানুযায়ী ঘটনায় সময় ব্যবহৃত ১টি একনালা বন্দুক ও ৪টি কার্তুজ উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন