জগন্নাথপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে কুরআন বিতরণ ও ইফতার মাহফিল



স্টাফ রিপোর্টারঃ


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী নন্দীর গাঁও গ্রামের সামাজিক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট সাচায়ানী নন্দীরগাঁও এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শতাধিক ছাত্রদের মাঝে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে

গতকাল ৫ এপ্রিল বুধবার বিকেলে গ্রামের কেন্দ্রীয় শাহী ঈদগাহ প্রাঙ্গণে ট্রাস্টের সভাপতি সাইদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েব মামুন পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি মো: তৈয়বুর রহমান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান তাহমিদ আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখের শাহজালাল জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা লুৎফুর রহমান, শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মালেক, জেলা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য আশিক বিল্লাল সাদেক, উপদেষ্টা সাজ্জাদুর রহমান, ব্যাংক কর্মকর্তা তওহিদুল ইসলাম, হযরত মাওলানা আজিজুর রহমান ও সমাজ সেবক ফখর উদ্দিন।

এসময় সমাজ সেবক নুরুল ইসলাম, রাকাব আহমেদ শিশির, আবু তাহের উজ্জ্বল আহমদ, রুবেল আহমেদ ,অজুদ আলী, আমির আলী, আয়না মিয়া, রুস্তুম মিয়া, সুলেমান আলী, আইয়ুব আলী, জুনেদ মিয়া, মুহিবুর রহমান, রাজ্জাক মিয়া সহ এলাকার  মুরুব্বিয়ান, যুবক, ট্রাস্টের সদস্যরা, ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। 

অর্থসহ কুরআন উপহার ও ইফতার মাহফিলে আর্থিকভাবে সহযোগিতা করেছেন সাচায়ানী গ্রামের যুক্তরাজ্যে প্রবাসী শাহ মো: আনোয়ার হোসেন, মালিক মিয়া, হোসাইন আহমেদ বাচ্চু, রিপন আলী, সুহেব মামুন, আইনুল হক, শাহ শামিম আহমেদ, শামিম আহমেদ রাজ, ইউসুফ আলী, পাঠলী চক গ্রামের এম এ মতিন, রানীগঞ্জের নয়াগাঁও গ্রামের নাহিদ মিয়া, সাচায়ানী গ্রামের ফ্রান্স প্রবাসী আলী আহমেদ রাসেল, আবদাল হোসেল (খেলু), সৌদি আরব প্রবাসী আমিনুল ইসলাম কনু, সিরাজ মিয়া, আলীপুর গ্রামের সুমন মিয়া, ইতালি প্রবাসী সাচায়ানী গ্রামের  জনি মিয়া, আসিফ ইকবাল, সাজ্জাদ মিয়া, শাহিন মিয়া, রুবেল আহমেদ, আব্দুল হোসেন, রুহেল আহমেদ টিপু, মুহিবুর রহমান মানিক জয়, দেলোয়ার হোসেন, মুহিত মিয়া, জিলু মিয়া, আয়েশা বিবি, শেফালী বেগম, ট্রাস্টের সদস্যসহ আরও অনেকে।

পরে মুনাজাত পরিচালনা করেন সাচায়ানী আল মদীনা জামে মসজিদের ইমাম মাওলানা শরিফ উদ্দিন।।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন