জগন্নাথপুরে হাজী আলা মিয়া ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ



রিপোর্টঃ আমিনুর রহমান জিলু


মানব সেবার ব্রত নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌরসভার লুদরপুর গ্রামের বাসিন্দা 

মরহুম হাজী আলা মিয়া তার নিজের নামে প্রতিষ্ঠা করেন হাজী আলা মিয়া ট্রাস্ট।।


প্রতিষ্ঠার পর থেকে ট্রাস্টটি জগন্নাথপুর, ছাতক, সহ বিভিন্ন উপজেলায় অসহায় মানুষদের জন্য বসত ঘর নির্মাণ, মসজিদ, মাদ্রাসায় সহায়তা, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে গরীব অসহায় দরিদ্রদের সেবা দিয়ে আসছে।।


গত ১০ রমজান রবিবার সকালে লুদরপুর গ্রামে মরহুম হাজী আলা মিয়ার নিজ বাড়ীতে  পবিত্র মাহে  রমজান উপলক্ষে আর্থিক ভাবে অসচ্ছল ৬ শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ  বিতরণ করা হয়।।


এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় হাজী আলা মিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক মো: ইউনুস মিয়ার সভাপতিত্বে ও জেপি টিভি ফেসবুক পেজের পরিচালক সাংবাদিক শাহ মো: আব্দুল কাহারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লুদরপুর পুরাতন জামে মসজিদের ক্যাশিয়ার মো: লালা মিয়া, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জামেয়া দারুল কুরআন সিলেট এর শিক্ষক মুফতি মাওলানা শামছুল ইসলাম, এনটিভি ইউরোপ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মো: আব্দুল হাই, খেলাফত মজলিশ জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহেল আহমেদ, পৌর যুবলীগ নেতা ইশতাক আহমেদ, জগন্নাথপুর বাস মালিক সমিতির সাবেক সভাপতি মো: আব্দুল কাইয়ুম সহ আরো অনেকে।।


পরে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আর্থিকভাবে অসচ্ছল ৬ শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন পন্যের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ।।


আর্ত মানবতার সেবায় জগন্নাথপুর, ছাতক  সহ বিভিন্ন উপজেলায় মরহুম হাজী আলা মিয়া ট্রাস্ট অনন্য অবদান রাখবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন