ছাতক ও জগন্নাথপুরে হাজী এলখাছ আলী ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ



স্টাফ রিপোর্টারঃ

ত্রিশ বছর পূর্তি উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আনুজানী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিল্পপতি, আনুজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব এলকাছ আলী কর্তৃক প্রতিষ্ঠিত 

যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা হাজী এলখাছ আলী ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাতক ও জগন্নাথপুর উপজেলার পাঁচ শতাধিক আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।।

এ উপলক্ষে গতকাল ১৯ এপ্রিল বুধবার সকালে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আনুজানী গ্রামে এক নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিল্পপতি, আনুজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব এলকাছ আলীর সভাপতিত্বে ও ট্রাস্টের সাধারণ সম্পাদক 

যুক্তরাজ্যের বিশিষ্ট প্রকৌশলী বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ শাবাজ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী এলকাছ আলী ট্রাস্ট এর সভাপতি যুক্তরাজ্যের প্রকৌশলী মোঃ শাহাব আলীর সুযোগ্য কন্যা ব্যারিস্টার উমি সিদ্দিকা আলী।। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

হাজী এলখাছ আলীর সুযোগ্য কন্যা মমিনা বেগম আলিমা, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন, সমাজ সেবক জালু মিয়া সহ আরো অনেকে।। 

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক মো: ইউনুস মিয়া, সমাজ সেবক নুরুজ আলী, নজরুল মিয়া, জমির আলী, শাহজাহান মিয়া, আসক আলী, শাহ আলম সহ আরো অনেকে।

প্রসঙ্গত যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা হাজী এলখাছ আলী ট্রাস্টের অর্থায়নে বিভিন্ন সময়ে জগন্নাথপুর, ছাতক, দিরাই, শান্তিগঞ্জ সহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় অসচ্ছল লোকদের মধ্যে পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ, মসজিদ, মাদরাসা ও এতিমখানায় দান, দরিদ্র লোকদের জন্য গৃহ নির্মাণ, অসচ্ছল লোকদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, অসচ্ছল রোগীদের চিকিৎসার খরচ প্রদান, দরিদ্র পরিবারের বিয়ে-শাদীতে আর্থিক সহায়তা প্রদান, বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সার্বিক সহযোগিতা প্রদান, দরিদ্র পরিবারের জন্য গভীর নলকূপ স্থাপন সহ জনকল্যাণমূলকবিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে।

ভবিষ্যতেও এই মানবসেবামূকল কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব এলখাছ আলী।।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন