স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর সমসর আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা, সায়েক কমিউনিটি সেন্টার এবং সাফিয়া মার্কেট এর প্রতিষ্ঠাতা মানবতার ফেরিওয়ালা -যুক্তরাজ্য প্রবাসী হাজী ছমির আলী জগন্নাথপুরে এবার আরেক চমক নিয়ে হাজির হয়েছেন জগন্নাথপুর বাসীর জন্য।
তিনি তার প্রতিষ্ঠিত সাফিয়া মার্কেটে প্রতিষ্ঠা করলেন অত্যাধুনিক নান্দনিক নেছা সুপার কফি শপ। চা, কফি, মিষ্টি, ফাস্টফুড, কসমেটিকস সহ বিভিন্ন দৈনন্দিন পন্য এখানে পাওয়া যাবে।
জানা যায় জগন্নাথপুর উপজেলায় আলাদা পরিসরে কোনো কফিশপ না থাকায় এই ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছেন তিনি। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। সরেজমিনে গিয়ে দেখা যায় মজিদপুর সাফিয়া মার্কেটের অভ্যন্তরে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে দৃষ্টিনন্দন এই কফিশপটি গড়ে তুলেছেন তিনি।
গত ১২ মার্চ রবিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক লুৎফুর রহমান। আরো উপস্থিত ছিলেন কফিশপের প্রতিষ্ঠাতা যুক্তরারাজ্য প্রবাসী মানবতার ফেরিওয়ালা হাজী ছমির আলীর ভাই মোঃ আমির আলী, স্ত্রী মোছাঃ সাফিয়া বেগম, ছেলে সায়েক আলী, শাহজাহান আলী, শহিদ আলী, শাজিদ আলী, ছাদিক আলী, শওকত আলী, পুত্রবধূ রিমা বেগম, ভাতিজী আয়েশা বেগম, ভাতিজা শামছুল ইসলাম, পরিবারের সদস্য উসমান বক্স, কফি শপের ম্যানেজার মোঃ আকতার হোসেন সহ আরো অনেকে।
উদ্বোধন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। পরে মোনাজাত পরিচালনা করেন। মজিদপুর শমসর নগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক হাফিজ সাজ্জাদুর রহমান।
কফিশপটি উদ্বোধন হওয়ায় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন ছুটে আসছেন শত শত দর্শনার্থী। জগন্নাথপুর উপজেলায় মনোরম এই কফিশপটি কফি প্রেমীদের জন্য অনন্য অবদান রাখবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।