জগন্নাথপুরে ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান



স্টাফ রিপোর্টারঃ 


২১ শে ফেব্রুয়ারী ও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে ঐতিহ্যবাহী আটপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে, প্রিয়জন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় র‌্যালী, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।




আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা কবির হোসেন এবং ইমান উদ্দিনের যৌথ পরিচালনায়- অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কলকলিয়া ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি- আলহাজ্ব সিরাজুল ইসলাম।





বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কলকলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, বিদ্যালয়ের দাতা সদস্য- প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, প্রিয়জন ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফ্রান্স প্রবাসী মনোয়ার হোসাইন মোজাহিদ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী মোঃ আমিনুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছমির মিয়া, শিক্ষানুরাগী সদস্য মোঃ নুরুল হক, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ ফয়জুল হক, নজরুল ইসলাম সহ আরো অনেকে। 





বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক ইমান উদ্দিন, প্রাক্তন ছাত্র জহিরুল ইসলাম লেবু, আকমল হোসেন সহ আরো অনেকে। 


এসময় আটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য কামাল হোসেন লিলু, প্রাক্তন কৃতি ছাত্র বালিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনরুল হক, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মোঃ ইকবাল হোসেন সাংবাদিক হুমায়ুন কবির ফরিদী, জুবায়ের হোসেন সহ আটপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 





পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, ফ্রান্স প্রবাসী প্রাক্তন ছাত্র মনোয়ার হোসাইন মোজাহিদ ও যুক্তরাজ্য প্রবাসী প্রাক্তন ছাত্র আমিনুল ইসলামকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। 


অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে অনুষ্ঠান সুন্দর ও সফল করে তোলায় অতিথিবৃন্দ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন