জগন্নাথপুরে স্বপ্ন সুপার সপের শুভ উদ্ভোদন



রিপোর্টঃ আমিনুর রহমান জিলু

 

"বাজার করবেন আপনারা, ভ্যাট দিবো আমরা"

এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে নিত্য প্রয়োজনীয় সকল পন্য নিয়ে মানুষের দৈনন্দিন চাহিদা পূরণে স্বপ্ন সুপার সপের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ২৮ জুলাই বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর পৌর শহরের মিনারা মার্কেটে আনন্দমুখর পরিবেশে ফিতা কেটে স্বপ্ন সুপার সপের শুভ উদ্ভোদন করেন- স্বপ্ন সুপারসপ জগন্নাথপুর আউটলেটের কর্নধার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজাদ আলী ও বিশিষ্ট ব্যবসায়ী ইছহাক আহমেদ শামীম

শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওঃ ছমির উদ্দিন।

উদ্ভোদনকালে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, কাউন্সিলর সোহেল আহমেদ, ব্যবসায়ী সিদ্দেক আলী, মিনারা মার্কেট এর পরিচালক শামীম আহমেদ, বদরুল ইসলাম রনি, ক্রীড়া অনুরাগী শাহরিয়ার আহমেদ তুহেল, শাহরিয়ার আহমেদ জুয়েল, স্বপ্ন সুপার সপের রিজিওনাল ম্যানেজার আজিম উদ্দিন, এরিয়া সেলস ম্যানেজার হুমায়ুন কবির চৌধুরী সহ আরো অনেকে। 

স্বপ্ন সুপারসপ জগন্নাথপুর আউটলেটের কর্নধার বিশিষ্ট ব্যবসায়ী আজাদ আলী ও বিশিষ্ট ব্যবসায়ী ইছহাক আহমেদ শামীম বলেন- জগন্নাথপুরবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো এরকম একটি সুপার সপের- আলহামদুলিল্লাহ আমরা সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করতে পেরেছি।

তারা আরো বলেন- পন্যের উপরে কাস্টমারের কাছ থেকে কোনো প্রকার ভ্যাট নেয়া হয়না। এটা আমাদের কোম্পানি নিজেই বহন করবে।

আমরা মুনাফার জন্য নয়! মানুষের সেবার উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা  শুরু হয়েছে। আমাদের স্বপ্ন সুপারসপ দৈনন্দিন জীবনে ব্যবহার্য সকল পন্য এক সপেই পাওয়া যাবে। ঝামেলা বিহিন সকল কেনাকেটা এক দোকানেই করতে পারবেন যে কেউ। ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে স্বপ্ন সুপারসপ চালু করা হয়েছে বলে তারা জানান। 

পরে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ ও জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দ, জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী বৃন্দ- স্বপ্ন সুপার সপ  পরিদর্শন করেন- এবং দৃষ্টিনন্দন স্বপ্ন সুপার সপের ব্যাপক প্রশংসা করে বলেন- এরকম একটি সুপার সপের জগন্নাথপুরে খুবই প্রয়োজন ছিলো- স্বপ্ন সুপার সপের উদ্ভোদনের মধ্য দিয়ে আমাদের সেই চাহিদা পূরণ হলো।

আমরা স্বপ্ন সুপার সপের সংশ্লিষ্ট সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন