খেলাধূলার মাধ্যমেই যুব সমাজকে রক্ষা করতে হবে - এমপি মিসবাহ

 


লতিফুর রহমান রাজু

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর ও বিশ্বমভর পুর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন সুনামগঞ্জ জেলার ক্রীড়া ক্ষেত্রে ঐতিহ্য রয়েছে।  এক সময় সুনামগঞ্জে দেশ  বিদেশের নামকরা খেলোয়াড়দের পদচারনা ছিল।  ভারতের বিখ্যাত মোহনবাগান টিম ও সুনামগঞ্জ মাঠে খেলেছে। আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।  তিনি আরও বলেন খেলাধূলার মাধ্যমেই যুব সমাজ কে রক্ষার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।  

২ জুন বৃহস্পতিবার বিকেল--৫ টায় সুনামগঞ্জ ষ্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ এবং বঙ্গ মাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি মিসবাহ এসব কথা বলেন।  সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক  জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট , সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত সোম মানস,বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আমজাদ, জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস  তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন জেলা পরিষদের সদস্য জুবায়ের পাশা হিমু, সেলিনা বেগম  প্রমুখ। 

খেলায় অনূর্ধ্ব ১৭ বালিকা দল টাইব্রেকারে তাহিরপুর উপজেলা দলকে হারিয়ে সুনামগঞ্জ সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।  অন্য দিকে অনূর্ধ্ব ১৭ বালক দল  ধর্মপাশা উপজেলা ১ -০ গোলে জগন্নাথপুর উপজেলা দলকে   হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন । খেলা শেষে অতিথি গণ পুরস্কার বিতরণ করেন।  

গত ২৫ মে সুনামগঞ্জ জেলার উপজেলা গুলোর সমন্বয়ে টিম গঠন করে খেলার শুভ উদ্বোধন করা হয়।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন