বিশ্বম্ভরপুর আওয়ামী মৎস্যজীবি লীগের শুভেচ্ছা ও কুশল বিনিময়



ষ্টাফ রিপোর্টার;;

বাংলাদেশ আওয়ামীলীগ এর সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ। আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে গঠনতন্ত্রে ‘সহযোগীসংগঠন’ সংক্রান্ত ২৫ নম্বর ধারায় পরিবর্তনের সংশোধনী প্রস্তাব পাস হয়েছে। গত ২৯ নভেম্বর-২০১৯ইং তারিখ মধ্যাহ্নে কৃষিবিদ ইন্সটিটিউট এ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ- কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এর ৫ম জাতীয় সম্মেলন২০১৯ এ সংশোধিত ও গৃহীত মৎস্যজীবী লীগ এর ঘোষনা পত্র বা গঠনতন্ত্র প্রকাশ করা হলে নতুন রূপে আবির্ভূত হলো “বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ”। হাওরাঞ্চলের জন্য এটি বৃহত্তর পেশাজীবি খাত  ‘মৎস্য ’। 

এ পেশাটি অবহেলিত; দুরদর্শিতা ও পৃষ্ঠপোশকতার অভাবে সমৃদ্ধি স্থাপন করতে পারছেনা।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরোও সুদৃঢ় ও শক্তিশালী করলো মৎস্যজীবি খাতকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করে। হাওরাঞ্চলের নিষ্পেষিত,নির্যাতিত ও শোষিত এ পেশাটি পেল গঠনতান্ত্রিকভাবে মুক্ত স্বাধীনতার ছোয়া, সেই সাথে জাগ্রম হলো ভ্রাতৃত্ববোধ। বাংলাদেশ আওয়ামীলীগের অবিচ্ছেদ্য অংশ এখন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ। সারা বিশ্বের মুসলিম উম্মাহর পবিত্র ঈদ উল ফিতরে জানান দেওয়া হয় মুসলিমদের পক্ষ থেকে ভ্রাতৃত্ববোধ,ঐক্য, শৃঙ্খলা,শান্তি ও আনন্দের বার্তা। সারা দেশের ন্যায় বিশ্বম্ভরপুরেও পালিত হলো মুসলিম উম্মাহর সর্ব বৃহৎ উৎসব ঈদ। বিশ্বম্ভরপুর আওয়ামী মৎস্যজীবি লীগ এর পক্ষ থেকে ঈদ উল ফিতর উৎযাপন করা হয় ব্যতিক্রমী একটি সাংগঠনিক সফরের মাধ্যমে, যেখানে প্রত্যেক জন কর্মী থেকে নেতৃবৃন্দ পর্যন্ত একে অপরের খোঁজ খবর নেন এবং এ সেতৃ বন্ধনটি অব্যাহত রাখতে একে অপরের প্রতি আহবান জানান হয়। এ দিনে সুনামগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত জেলা প্রশাসক আলহাজ্ব নূরুল হুদা মুকুট মহোদয়কে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।অতঃপর সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান জনপ্রতিনিধী, বেসরকারী সংগঠনের ব্যবসায়ীগন, মৎস্য বিষয়ক উদ্দোক্তাগন, পরিবহন প্রধানদের সাথে শুভেচ্ছা ও কোশল বিনিময় করা হয়।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন