মধ্যনগরে মাদকের বিরুদ্ধে দুগনই গ্রামে পৃথক সমাবেশ



ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ


সুনামগঞ্জ জেলার মধ্যনগরে মাদক নিয়ন্ত্রণে অফিসার ইনচার্জ জাহিদুল হক সক্রিয়ভাবে প্রাকৃতিক দূর্যোগপুর্ণ আবাহাওয়াকে উপেক্ষা করে দুগনই গ্রামে ২স্থানে সচেতনতার বার্তা নিয়ে বিট পুলিশিং উন্মুক্ত সমাবেশ করেছেন।


উপজেলার দুগনই গ্রামের পুর্বপাড়ায় একটি মহল মাদকাসক্ত ও বিক্রেতার চক্র দীর্ঘদিন ধরে ঘোলাটে পরিবেশ সৃষ্টি করেছে।অতপর গনমাধ্যমে প্রকাশিত হলে  অফিসার ইনচার্জ জাহিদুল হক তিনি সরেজমিনে মাঠে নামেন।১১মে বুধবার প্রথমার্ধে পুর্বপাড়া ঈদগাহ ময়দানে গ্রামবাসী সর্বমহলের অজস্র জনতার উপস্থিতিতে আলাদা ভাবে পুর্বপাড়া ও পশ্চিম পাড়ায় মাদকের বিরুদ্ধে বিট পুলিশং ২টি সভা অনুষ্ঠিত হয়েছে।


আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদারের সঞ্চালনায়,মোঃআয়ুব আলী'র সভাপতিত্বে বিটপুলিশিং সভায় বিশেষ অতিথি হিসেবে জোরালো বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ জাহিদুল হক।বলেন চিহ্নিত মাদক ব্যাবসায়ীদের নামে মধ্যনগর থানায় মামলা রয়েছে।কাউকে ছাড় দেয়া হবে না বলে কারবারি ও সেবীদেরকে কঠোর হুশিয়ারী দেন।এবং গ্রামবাসীকে আহ্বানে বলেন মাদক নির্মূলে আপনাদের সচেষ্ট ভুমিকায় আগামী প্রজন্ম পেতে পারে সুষ্ঠু সুন্দর ভবিষ্যৎ,তাই আপনাদের সহযোগীতা একান্ত প্রয়োজন।আসুন নিরব না থেকে রুখে দাঁড়াই প্রশাসন আপনার সাথে আছে ভয় নেই,তথ্য দিয়ে সহযোগীতা করুন।বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মধ্যনগরকেও মাদক নির্মূল করবো ইনশাল্লাহ।এসময় বক্তব্য রাখেন বিট অফিসার এসআই মোখলেছুর রহমান,আঃরুউফ,সাবেক মধ্যনগর থানা আওয়ামী লীগের সদস্য রুহুল আমীন তালুকদার রব,ইউপি সদস্য বিপ্লব চৌধুরী,লিটন তালুকদার,পাখি মিয়া প্রমুখ।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন