স্টাফ রিপোর্টার:
তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধ প্রবণতা প্রতিরোধে জগন্নাথপুর পৌর শহরকে সিসি টিভির আওতায় আনা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর থানার অস্থায়ী ভবণে সিসি টিভির উদ্বোধন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম। থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান জানান জগন্নাথপুর পৌর শহরের গুরুত্বপূর্ন স্থানে আটষষ্ট্রিটি সিসি টিভি স্থাপন করা হয়েছে।
পরে থানা ক্যাম্পাসে ওপেন হাউজ-ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম বলেছেন পুলিশ জনকল্যাণে এবং অপরাধ প্রবণতা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চাদপদ দেশ থেকে জাতীকে উন্নত জীবনের স্বপ্ন দেখাচ্ছেন। একটি নেতৃত্বের যে কাজ সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে যাচ্ছেন। তিনি জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, ধর্ষণ সহ সকল প্রকার অপরাধ প্রতিরোধে জনসচেনতার পাশাপাশি পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।
থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও ওসি তদন্ত সুশংকর পালের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, পৌরসভার মেয়র আক্তার হোসেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, ইউপি চেয়ারম্যান আইয়ুব খান, ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, সাংবাদিক শংকর রায়সহ আরো অনেকে।
ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে পুলিশী সেবায় বিভিন্ন পর্যায়ে উপকারভোগী শিরিনা আক্তার সহ বিভিন্ন নারী-পুরুষরা তাদের মতামত প্রকাশ করেন। জিডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ যে কোন মামলা দ্রততার সাথে সত্যতা নিশ্চিত করণের মাধ্যমে জনসাধারনকে সেবা প্রদানে থানা পুলিশে দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম।