নতুন প্রজন্ম কে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে- সুনামগঞ্জের জেলা প্রশাসক

  


লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: 

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্ম কে জানাতে হবে। মুজিব নগর দিবসের তাৎপর্য ও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। আর না হয় স্বাধীনতার বিরোধী পক্ষ নানা অপপ্রচার চালিয়ে নতুন প্রজন্ম কে বিভ্রান্ত করবে। 

১৭  এপ্রিল রবিবার দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। 

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, ডিডিএলজি জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অসীম চন্দ্র বনিক, এন এস আই যুগ্ম পরিচালক ড মোহাম্মদ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আলী আমজাদ, নুরুল মোমেন, আবু সুফিয়ান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক ,কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক বিমল চন্দ্র সোম, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন  দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল হক চৌধুরী,   সুনামগঞ্জ সদর ইউএনও ইমরান শাহরিয়ার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন