নাজম খাতুন মধ্যনগর, প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা সদর প্রাচীন ঐতিহ্যেবাহী হাট বাজারটিতে সাপ্তাহিক হাট বারেও ক্রেতা শূন্য থাকায় বিক্রেতাগণ ঘুমাচ্ছেন।এমনটি দেখাগেছে ২৩এপ্রিলে শনিবারের চিত্রে।একাধিক ব্যাবসায়ী ও কৃষকের সাথে কথা বলে জানা গেছে আগামবন্যায় ফসল হানির ভয়,ধানে মাঝড়ারোগ,ধানের ভিতরে নেই চাল,নামমাত্র ধানের দাম যার দরুন সম্মুখে ঈদ তাপরেও হাটবারেও ক্রেতা শূন্য দেখা যায়।বিগত দিনে বৈশাখের শুরুতে জমজমাট ছিল মধ্যনগরের চিত্র কিন্তু বছর তেমটি চোখে পড়েনি।