জগন্নাথপুরে আলহাজ্ব হাফিজ তাজ উদ্দিন (রহ.) স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

 





স্টাফ রিপোর্টার::


জগন্নাথপুরের মীরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া ক্বাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফিজ তাজ উদ্দিন (রহ.) স্মরণে ইফতার মাহফিল, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আলহাজ্ব হাফিজ তাজ উদ্দিন (রহ.) মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মাদারাসা মিলনায়তনে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হলিয়ারপাড়া জামেয়া ক্বাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ঠ লেখক ও গবেষক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি মো: হরমুজ আলী।

আলহাজ্ব হাফিজ তাজ উদ্দিন (রহ.) মেমোরিয়াল ট্রাস্টের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাছুমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল কাহার ও সাংগঠনিক সম্পাদক হাফিজ জুবায়ের আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি মো: ফয়জুল ইসলাম, সদস্য মো: আব্দুল গনি সোহাগ, জগন্নাথপুর উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা মহি উদ্দিন এমরান, আব্দুল হান্নান প্রমুখ।

এসময় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট হলিয়ারপাড়া জামেয়া ক্বাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা শাখার সভাপতি আব্দুল হাফিজ, গভর্নিং বডির সদস্য মো: আজাদ মিয়া, মাদরাসার প্রাক্তন ছাত্র নুরুল ইসলাম, মো: আব্দুল মতিন, কাছম আলী, হাজী গয়াছ মিয়া, প্রাক্তন শিক্ষক নুর মোহাম্মদ, মুজিবুর রহমান, আলহাজ্ব হাফিজ তাজ উদ্দিন (রহ) মেমোরিয়াল ট্রাস্টের সহ-সভাপতি তফজ্বল আহমেদ,

সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, অর্থ সম্পাদক জাকির আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, প্রচার সম্পাদক আব্দুস সালাম জুবায়ের, শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ আওলাদ, সাংস্কৃতিক সম্পাদক জুনেদ আহমদ, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সমাজ কল্যান সম্পাদক আবুল নাহার, সুলতান, সাহান, লায়েছ, ইকবাল, মাহবুব, জাহান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শাহ আনোয়ার হুসেনকে আজীবন সভাপতি ও আব্দুল কাহারকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ঠ আলহাজ্ব হাফিজ তাজ উদ্দিন (রহ) মেমোরিয়াল ট্রাস্টের কমিটি ঘোষণা করা হয়।

ইফতার পূর্ব মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হলিয়ারপাড়া জামেয়া ক্বাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল কালাম।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন