সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুধের আউটা "মানব কল্যাণ" সংগঠন নামে একটি সামাজিক সংগঠনের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে।
আজ ১০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নস্থ দুধের আউটা মানব কল্যাণ সংগঠন প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সভায় কেক কাঁটার মধ্য দিয়ে এই সংগঠনটির আত্মপ্রকাশ হয়।
উক্ত সভায় মো. মল্লিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হাসনাত খাঁন কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান, গফফার মিয়া,রায়হান কবির, নবী নর, মোহাম্মদ আলী,মান্না, রাসেল মিয়া, ছাত্রলীগ নেতা বাবর আলী প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, দুধের আউটা "মানব কল্যাণ" সংগঠনের সভাপতি শেখ মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ আবুল হাসনাত খাঁন কাজল বলেন, “তাহিরপুরের গণমানুষের কল্যাণে এসব সামাজিক কর্মকান্ডে আমি আমৃত্যু কাজ করে যাবো এবং দুধের আউটা "মানব কল্যাণ সংগঠন" নামে সামাজিক এই সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাবো"।
এসময় শেখ মোস্তফাকে সভাপতি ও সাংবাদিক সাবজল হোসাইনকে সাধারন সম্পাদক করে দুধের আউটা মানব কল্যাণ সংগঠনের ৫১ জন সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত।