দোয়ারাবাজারে শিক্ষার্থীদের কোভিট-১৯ টিকা উদ্বোধন



এনামুল কবির (মুন্না) দোয়ারাবাজার প্রতিনিধিঃ: 

দোয়ারাবাজারে উপজেলা শিক্ষার্থীদের কোভিট-১৯ টিকা প্রদান কার্যক্রম ও ম্যাটার্নিটি ওয়েটিং হোম এর শুভ উদ্বোধন করলেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক। 

রবিবার(২ জানুয়ারি)সকালে দোয়ারাবাজার সদর হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন (উপ-পরিচালক), ডাঃ মোঃ শামস উদ্দিন,উপজেলা চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) সালেহা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন সুমন, ফিল্ড অফিসার ইউএনএফপিএ শাজানা আক্তার, মেডিকেল অফিসার (সিভিল সার্জন) ডাঃ মোঃ সজীব কবির ভূইয়া, ডাক্তার হাসান মাহমুদ প্রমূখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন জানান, ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিট-১৯ টিকার আওতায় এনেছেন সরকার। ইতোমধ্যে পর্যাপ্ত টিকা সরকারের হাতে মজুদ হয়েছে। শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশণ করলেই আমারা চাহিদা ভিত্তিক সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করবো। জেলার সকল উপজেলার জন্য কোভিট-১৯ টিকা সিভিল সার্জন কার্যালয়ে মজুদ রয়েছে। চাহিদা অনুযায়ি তারা পাঠিয়ে দিবেন। তিনি আরও বলেন, প্রাপ্ত বয়স্ক লোকের টিকার কোন ঘাটতি নেই। এবং ম্যাটার্নিটি ওয়েটিং হোমের " মাধ্যমে উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীকে নরমাল ডেলিভারিতে  প্রনোদনার আওতায় নিয়ে আসা  হবে।তিনটি প্যাকেজের মাধ্যমে এ সেবা প্রদান করা হবে। এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির জন্যে রেফারেল সিস্টেম চালু হলো। রেফারেল্ কারী এবং রোগী উভয়ই এ প্রনোদনার আওতায় থাকবেন এবং উপকৃত হবেন।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন