তাহিরপুরে বিএনপি শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন দাখিল তৃণমূলের ক্ষোভ প্রকাশ



স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলায় ১ নং শ্রীপুর উওর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের বিএনপির ছিন্নিত তিন শীর্ষ নেতাকে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করায় ব্যাপক সমালোচনার পাশাপাশি তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ১ নং শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিজিল মিয়া ও উত্তর শ্রীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শামছু মিয়া ও ১ নং শ্রীপুর উওর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি উকিল মিয়াকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।


আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবুল খায়ের বিএনপির তিন শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র দাখিলের একটি ছবি প্রকাশ হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। অপরদিকে উপজেলা আওয়ামী লীগ ও উত্তর শ্রীপুর ইউনিয়ন তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।


উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী আবুল খয়ের বিএনপির তিন নেতাকে নিয়ে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি দেখে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলের নেতাকর্মীদের পাশ কাটিয়ে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকেই নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে।


তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকার একজন প্রার্থী কিভাবে বিএনপি নেতাদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন, বিষয়টি আমার বোধগম্য নয়। এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন