জগন্নাথপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় আবদুল ওহাবকে সংবর্ধনা প্রদান



স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইউপি সদস্য আবদুল ওহাবকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৩ নভেম্বর শনিবার বিকেলে মিরপুর পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় ৭নং ওয়ার্ডের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। মিরপুর পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ হরমুজ আলী সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আফরোজ আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল খালিক, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, মিরপুর পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা, যুক্তরাজ্য প্রবাসী সাহাব আলী, সাংবাদিক অমিত দেব, ইউপি সচিব আবদুল হান্নান, ইউপি সদস্য মোস্তাক আহমদ, খলিলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুল হক, উপ প্রচার সিরাজ উদ্দিন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফিজ উদ্দিন, সহসভাপতি আবদুর রহিম, হাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, যুগ্ম সম্পাদক আবদুন নূর, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ নেতা মামুন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মুহি উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক জালাল মিয়া, উপজেলা যুবলীগের সদস্য টিটু মিয়া, মিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজাদ খান, মিরপুর জামে মসজিদের মোতাওল্লী নুরুল ইসলাম, নজিপুর জামে মসজিদের মোতাওল্লী বাদশা মিয়া, মিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর খান, মিরপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল কাহার, ব্যবসায়ী আবদুস সালাম, যুবলীগ নেতা আশরাফ আলী, ছুরুত আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুফি মিয়া প্রমুখ। এসময় রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পরে সংবর্ধিত অতিথি ও আমন্ত্রিত অতিথিদেরকে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন