দোয়ারাবাজারের নরসিংপুর ইউপি’তে নৌকার বিজয় ঠেকাতে মরিয়া মনোয়নবঞ্চিতরা



দোয়ারাবাজার প্রতিনিধিঃ

আসন্ন দ্বিতীয় ধাপের দোয়ারাবাজারের নরসিংপুর ইউপি নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণাও ততই তুঙ্গে উঠেছে। নির্ঘুম রাতদিন কাটছে কর্মী-সমর্থক ও প্রার্থীদের। পোস্টারে ছেঁয়ে গেছে হাটবাজার, পয়েন্ট, বাড়িঘরের দেয়াল ও রাস্তার মোড়। ভোর থেকে গভীর রাত অবধি মাইকিংয়ের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠছেন জটিল রোগীসহ সাধারণ মানুষজন। অপরদিকে যেকোনো মূল্যে নৌকার প্রার্থীর বিজয় ঠেকাতে দলীয় মনোনয়ন বঞ্চিতরা আদাজল খেয়ে মাঠে নেমেছেন। বিপাকে পড়েছেন সাধারণ ভোটাররা। আসন্ন নির্বাচনে উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ প্রার্থী। নৌকা প্রতীক পেয়েছেন সরকার দলীয় বর্তমান চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ। আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন নুরুল আমীন, ফজলুর রহমান ও হাজি স্বপন মিয়া। বিএনপিপন্থি একক (স্বতন্ত্র) প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু। তবে আ.লীগের মনোনয়নবঞ্চিত আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া রুবেল নৌকার সমর্থনে প্রার্থীতা প্রত্যাহার করলেও মনোনয়নবঞ্চিত অপর তিন বিদ্রোহী প্রার্থী যেকোনো মূল্যে নৌকার বিজয় ঠেকাতে কঠোর অবস্থান নিয়ে নানা কৌশল অবলম্বন করছেন। এছাড়া এবারের নির্বাচনে সাধারণ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতি ছাড়াও কালো টাকার ব্যাপক ছড়াছড়ির আশঙ্কা করছেন স্থানীয় নীতি নির্ধারকরা। এদিকে বর্তমান জরিপে আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, বিএনপিপন্থি স্বতন্ত্র প্রার্থী সামছুল হক নমু ও আ.লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী নুরুল আমীনের মধ্যে ত্রিমুখি লড়াই হবে বলে ধারণা করছেন তারা। অপরদিকে মনোনয়নবঞ্চিত নতুন মুখ সরকার দলীয় বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী একাধারে চারবারের ইউপি সদস্য ফজলুর রহমান ও মনোনয়নবঞ্চিত ওই দলের আরেক নতুন মুখ হাজি স্বপন মিয়া। তাদের যে কেউ সম্ভাবনাময় চমক দেখাতে পারেন বলেও সাধারণ ভোটাররা ব্যাপক বলাবলি করছেন। তবে শেষমেষ নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ ও বিএনপিপন্থি স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সামছুল হক নমুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মন্তব্য করছেন স্থানীয় বিশ্লেষকরা। উল্লেখ্য, ছাতকের ১৩টি এবং দোয়ারাবাজারের ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ নির্বাচনী এলাকা। আর মূল থেকেই দু’টি বলয়ে ওই দুই উপজেলায় পরিচালিত হচ্ছে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম। বিশেষত ওই ফ্যাক্টরেই বিভাজন হওয়া দলের আভ্যনÍরীণ কোন্দলে বহুল আলোচিত ২নং নরসিংপুর ইউপি নির্বাচনে চমক দেখাতে পারেন বিএনপিপন্থি স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু। তবে এবারের নির্বাচনে ব্যাপক সহিংসতার আশঙ্কা করছেন অভিজ্ঞজনসহ সাধারণ ভোটাররা। তাই সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে সহিংসতা রুখতে আগে থেকেই ঝুঁকিপূর্ন কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়োজিত করার আহ্বান জানান এলাকাবাসী।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন