তাহিরপুরে চোরাই কয়লা ভর্তি নৌকাসহ গ্রেফতার ৪ পলাতক ৩



স্টাফ রিপোর্টার

জেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নস্থ সুলেমানপুর সম্মুখ পাঠলাই নদী হতে ৮ মেট্রিকটন কয়লা ও দু'টি স্টিলবডি নৌকাসহ ৪ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।

অভিযান চলাকালে অপর আরো ৩ চোরাকারবারি পালিয়ে যায়।

এবিষয়ে ১৯শে নভেম্বর শুক্রবার দুপুরে তাহিরপুর থানার এসআই আবু  সিদ্দিক বাদী হয়ে ৪ জনকে গ্রেফতার ও ৩ জনকে পলাতক দেখিয়ে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের

আব্দুর রহমানের ছেলে রুহুল আমিন, একই গ্রামের আব্দুল হাফিজের ছেলে জাফর আলী, বাবুল মিয়ার ছেলে জাকির হোসেন, ফয়েজ আলীর ছেলে জয় হোসেন।

মামলার পলাতক আসামিরা হলেন- একই ইউনিয়নের  সীমান্ত সীমান্ত এলাকা লাল ঘাট গ্রামের মৃত আলী বক্সের ছেলে জামাল মিয়া ওরফে (জামাল ডাকাত), লাল ঘাট গুচ্ছগ্রাম দক্ষিণপাড়ার লাল হোসেনের ছেলে খোকন মিয়া, লাল ঘাট পূর্বপাড়ার আব্দুল মোতালিবের ছেলে মানিক মিয়া।

এস আই আবু বক্কর সিদ্দিক জনান-উপজেলার সীমান্ত এলাকা বড়ছড়া,ট্যাকেরঘাট, লাকমা,লালঘাট, বাশঁতলা ও চাঁরাগাও সীমান্ত দিয়ে বেশকিছু দিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্তের ওপার হতে চোরাইপথে কয়লা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। পূর্বের ন্যায় বৃহস্পতিবার ভোররাতে লাকমা ও লালঘাট সীমান্ত হতে দু'টি ছোট স্টিলবডি নৌকায় ৮ মেট্রিকটন কয়লা বোঝাই করে পাশ্ববর্তী কলমাকান্দা উপজেলায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় চোরাচালানিরা এমন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ তরফদার'র দিকনির্দেশনায় উপজেলার সুলেমানপুর সম্মুখ পাঠলাই নদীত

 একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮ মেট্রিকটন কয়লা ভর্তি ২টি ছোট স্টিলবডি নৌকাসহ ৪ জনকে গ্রফতার করেন এসআই আবু বক্কর সিদ্দিক। তিনি আরোও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আরো ৩ চোরাকারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শুক্রবার সন্ধ্যায় তাহিরপুর থানার ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন- মাদক, চোরাচালানসহ যে-কোন অপরাধ নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন