সুনামগঞ্জ সদরের নিয়ামতপুরে লাঙ্গলমার্কা কর্মীর হামলায় অটোরিক্সার কর্মী আহত

 


সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে হামলার ঘঁটনা ঘটেছে। এসময় হামলায় একজন কর্মী আহত হয়েছেন। আহত ব্যাক্তির নাম উত্তম দাস রুবেল (৩০), সে নিয়ামতপুর গ্রামের অমিও ভূষন দাসের ছেলে, আহত ব্যক্তিকে সুনামগঞ্জ সদর হাসাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্ষী ও হাসপাতাল সূত্রেঁ জানা যায়  ঘটনাটি ঘটে বৃহস্প্রতিবার রাতে নিয়ামতপুর গ্রামে। 

জানা যায় চেয়ারম্যান পদপ্রার্থী এড.শহীদুল ইসলামের অটোরিক্সা প্রতীকের কর্মীরা নির্বাচনী প্রচারণা করতে নিয়ামতপুর নতুন হাটিতে ৩জন কর্মী গেলে লাঁঙ্গল প্রতীকের সমর্থক ও ফুটবল প্রতীকের মেম্বার পদপ্রার্থী আয়না মেম্বার , আশিক মিয়া, রুহুল আমিন, আমির আলীসহ ১০/১৫জনের একটি সংঘবদ্ধ চক্র এড.শহীদুল ইসলামের অটোরিক্সা প্রতীকের কোন প্রচারনা করতে দিবেনা বলে কর্মীদের উপড় হামলা চালায়। এসময় উত্তম দাস রুবেল হামলার শিকার হয়ে গুরুতর আহত হন । তার চিৎকারে এলাকার লোকজন এসে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে আহত উত্তম দাস রুবেলকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো। বর্তমানে আহত উত্তম দাস রুবেল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি  রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত ব্যাক্তির স্বজনরা। 

এব্যাপারে লাঁঙ্গল প্রতীকের সমর্থক ও ফুটবল প্রতীকের মেম্বার পদপ্রার্থী আয়না মেম্বারের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি হামলার ঘটঁনার কথা শিকার করেন।

এব্যাপারে লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত আলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।##

২৬.১১.২০২১ইং

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন