সুনামগঞ্জ প্রতিনিধি
স্বেচ্ছাসেবী সংগঠন ৭১ স্বাধীন বাংলা সুনামগঞ্জ শ্রমিক ঐক্য পরিষদের সদর উপজেলার সুরমা ইউনিয়ন শাখার ৫০ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার পূর্ব ইব্রাহিমপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুরমা ইউনিয়ন শাখার সভাপতি শাহিদুল ইসলাম শাহেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহমদের সঞ্চালনায় সভায় ভাচ্যুয়ালে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম শাহ,সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সজীব, বাংলাদেশ ছাত্রলীগ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের কোষাধ্যক্ষ মো. মোমিন,সিনিয়র সদস্য মো. শফিক মিয়া, ৭১ স্বাধীন বাংলা সুনামগঞ্জ শ্রমিক ঐক্য পরিষদ সুরমা ইউনিয়ন শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,যুগ্ম সাধারন সম্পাদক হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জিয়া,সহ সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া,কোষাধ্যক্ষ নয়ন বর্মণ,প্রচার সম্পাদক আল ইসলাম,মহিলা সম্পাদিকা আনজুরা বেগম,সহ প্রচার সম্পাদক আতিকুল হক,দপ্তর সম্পাদক তহুর উদ্দিন,সদস্য মনাফ,ইসলাম উদ্দিন, নুর মিয়া,শাহ আলম,জহুর উদ্দিন,মো. গাজী, মো. শাস্তন,মনসুর আলম,শিপু,হাকিম উদ্দিন,সাধু মিয়া,জহুর মিয়া,মিলাদ মিয়া,বিলাল আহমেদ,খুরশিদ ও ইয়াসিন মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন, এই সংগঠনটির সদস্যরা তাদের অঞ্চলের অবহেলিত মানুষজনের কল্যাণে আগামীতে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই সংগঠনের যেকোন বিষয়ে তার সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।