জগন্নাথপুর টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম | আজকের আলো

জগন্নাথপুর  টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম


জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি।

বৃহস্পতিবার ৮ জুলাই  সকালে জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে  ট্রাকে করে এসব পণ্য বিক্রি শুরু হওয়ার কথা। যে সব মালামাল দেওয়ার

কথা সে গুলো না দিয়ে শুধু  তৈল দেয়া হচ্ছে। এতে জনতার রোসানলে পরেন টিসিবি পন্য বিক্রিতা। পরে উপজেলা  নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ  এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।। টিসিবির অফিস  সুত্রে জানা যায় সকাল ১১ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত পন্য দেওয়ার কথা। বিক্রি চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।। কিন্তু এক শত লোকদের পন্য দিয়ে বাকি পন্য কোথায় গেলো এই প্রশ্ন দেখা দিয়েছে ভুক্তভোগী সহ সাধারণ মানুষের মাঝে।  

রানীগঞ্জ ও জগন্নাথপুর সহ ৬ টি  স্থানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি চলছে বলে জানিয়েছেন জগন্নাথপুর টিসিবি কর্মকর্তা রাসেল তালুকদার । সয়াবিন তৈল , চিনি, ডাল, ৫২০ টাকায়। দেওয়া হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেসবুকে স্ট্যাটাস দেন। সাধারণ মানুষ  স্ট্যাটাস দেখে তিনশত  লোক পন্য নিতে আসেন উপজেলা পরিষদ প্রাঙ্গনে। । এসে শুধু তৈল দেওয়া হচ্ছে  দেখে বিক্রেতার উপর ক্ষেপে যান ক্রেতারা। 

এদিকে এসব পণ্য বিক্রি শুরু হলে ক্রেতারা ভীড় করতে দেখা গেছে। সারিবদ্ধ ভাবে শারীরিক দূরত্ব মেনে দাঁড়ানোর কথা থাকলেও অনেকেই মানছেন না দূরত্ব।

উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ পন্য নিতে আসা মানুষদের  উদ্দেশ্য বলেন, এখন আপনার শুধু তৈল নিয়ে যান। আমি ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন