নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীর উপড় নির্মিত সেতুর অবকাঠামো সংরক্ষনের সার্থে সেতুটির নিচ দিয়ে বাল্কহেড সহ সকল ধরনের বড় নৌযান চলাচলের নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।
Most favourite bangla news | ajkeralo |
আজকের আলাে | লাখাে পাঠকের অনলাইন
ঠিকানা | www.ajkeralo.com
রোববার (৪ জুলাই) বিকেলে বাল্কহেড সহ বড় ধরনের নৌযান চলাচল বন্ধ করার জন্য আহবান সহ নিষেধাজ্ঞা জারি করা হয়।’নিষেধাজ্ঞা জারিকালে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রায়হান কবির,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল লতিফ (তরফদার) সহ আনসার,বিজিবি ও পুলিশ সদস্যগন।’তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রায়হান কবির বলেন,আনোয়াপুর বাজার সংলগ্ন সেতুটির সংরক্ষনের সার্থে বাল্কহেড সহ বড় ধরনের নৌযান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।তিনি আরো বলেন যাহারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।