শাহীন মিয়া, নিজস্ব প্রতিবেদক
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে বুধবারিবাজার ও ঢালারপাড় গ্রামের ঢালারমুখ থেকে ইজারা বর্হিভূত জায়গা থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মেঘবৃষ্টিকে উপেক্ষা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্যের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
Most favourite bangla news | ajkeralo |
আজকের আলাে | লাখাে পাঠকের অনলাইন
ঠিকানা | www.ajkeralo.com
অভিযানে অংশ নেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম নজরুল সহ সঙ্গীয় ফোর্স।
জানা যায়, অভিযানে ১১ টি মামলায় প্রতিটি নৌকা মালিককে ৫০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, কোন অবস্থাতেই ধলাই নদীর ইজারা বহির্ভুত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Most favourite bangla news | ajkeralo |
আজকের আলাে | লাখাে পাঠকের অনলাইন
ঠিকানা | www.ajkeralo.com