জগন্নাথপুরে সেনাবাহিনীর গাড়ি দেখলেই ত্রানের জন্য ছুটে যান অসহায় মানুষ | আজকের আলো

জগন্নাথপুরে সেনাবাহিনীর গাড়ি দেখলেই ত্রানের জন ছুটে যান অসহায় মানুষ | আজকের আলো


জগন্নাথপুর  প্রতিনিধি

একদিকে করোনা মহামারী অন্য দিকে অসহায় মানুষের হাহাকার। সেনাবাহিনী অথবা প্রশাসনের গাড়ি দেখলেই অসহায় মানুষগুলি মনে করেন এই বুঝি কেউ ত্রান নিয়ে এলো। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে অসহায় দিনমুজুর লোকজন সেনাবাহিনীর গাড়ি দেখে ছুটে আসে, ত্রান নেওয়ার জন্য। শনিবার  দুপুর ১ টায় পৌরসভার  মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে দেখা যায় এমন দূশ্য।জগন্নাথপুরে সেনাবাহিনীর গাড়ি দেখলেই ত্রানের জন ছুটে যান অসহায় মানুষ | আজকের আলো

অসহায় দরিদ্র মানুষ ত্রান নেওয়ার জন্য সেনাবাহিনী সদস্যদে কাকুতি মিনতি করছেন। সেনাবাহিনীর সদস্য বলেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ত্রান দিবেন। আপনার সবাই পাবেন। আমাদের কাছে এখন ত্রান নেই। অন্যদিকে জগন্নাথপুর বাজার সহ বিভিন্ন বাজার, চায়ের দোকানে জটলা বেধে আড্ডা  দিতে দেখা যায়। প্রশাসনের গাড়ির হুইসেল শুনলেই, সবাই দৌড়াদৌড়ি ছুটাছুটি করেন। দোকানপাট লাগানোর চেষ্টা করেন। প্রশাসনের লোকজন চলে গেলে যেইলাউ  সেইকদু হয়ে যায়। করোনা সচেতনতায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। সবাইকে সচেতন করার জন্য। মাঠে কাজ করছেন। উপজেলা প্রশাসন সেনাবাহিনী পুলিশসহ একসাথে অবিরাম কাজ চালিয়ে যাচ্ছেন। 

জগন্নাথপুরে সেনাবাহিনীর গাড়ি দেখলেই ত্রানের জন ছুটে যান অসহায় মানুষ | আজকের আলো




*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন