আমিনুর রহমান জিলু
সুনামগঞ্জের সিংহ পুরুষ, ভাটি অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষের ত্রানকর্তা, হাওর রত্ন, বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপির নিজস্ব তহবিল থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
১৩ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এই নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মিজানুর রশিদ ভুইয়া, পরিকল্পনা মন্ত্রীর একান্ত ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল হাসনাত, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজ্বী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, যুবলীগ সভাপতি কামাল হোসেন, জগন্নাথপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সাধারণ সম্পাদক শাহ রুহেল। এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামিলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্য বিধি মেনে ইউনিয়ন ভিত্তিক চার লাখ ৭৮ হাজার টাকা বিতরণ করা হয়। পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাত সাংবাদিকদের বলেন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে দুই উপজেলার এক হাজার পরিবারকে পরিকল্পনা মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে প্রায় ১০ লাখ টাকা বিতরণ করা হচ্ছে। করোনা পরিস্থিতির লকডাউনের কারণে পরিকল্পনামন্ত্রী উপস্থিত থাকতে না পারায় আমরা তা এলাকায় এলাকায় গিয়ে পৌঁছে দিচ্ছি।