কে ভেবেছিলো কুকুরকে বাঁচাতে গিয়ে তিনি মারা যাবেন?
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
জগন্নাথপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সেই পুলিশ কনষ্টেবল জনি মিয়া (২৫) নিহত হয়েছেন। গত (১৩ জুলাই) সকাল ৮টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানা যায়। ঐদিন সকাল ৮ টায় ডিউটি পালন করতে বাসা থেকে উপজেলার সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়নের জেলা পরিষদের উপ নির্বাচনে যাওয়ার পথে পৌর পয়েন্ট এলাকায় একটি কুকুর তাঁর মোটরসাইকেলের সামনে এসে পড়ে। এসময় কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরসাইকেলটি উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । পরে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হলে মৃত্যুর সাথে ৩ দিন পাঞ্জা লড়ার পর, আজ ১৬ জুলাই সকাল ১১ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর শুনে জগনাথপুর থানায় শোকের ছায়া নেমে এসেছে।
আরো জানা যায় তিনি ময়মনসিংহ জেলার জামালপুর সদর থানার বেদবেরিয়া গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে। ২০১৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনষ্টেবল পদে যোগদান করেন। ২০২০ সালে ২২ মার্চ সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় কনস্টবল হিসেবে যোগদান করে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন - আমি হাসপাতালে আছি। জনি মিয়া সকাল ১১ টায় মারা যান। তার ভাই সহ আত্মীয়-স্বজন এসেছেন। তার লাশ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।