মাইনুল হক সুনামগঞ্জঃ
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হুরুয়ারকান্দা ও মুসলিমপুর গ্রামে কোন ধরনের উন্নয়ন মূলক কাজ করা হয়নি। সুরমা ইউনিয়ন এর মুসলিমপুর বাচ্চু মিয়ার বাড়ি হইতে বালাকান্দা বাজারের মধ্যে দিয়ে হুরুয়ারকান্দা পর্যন্ত অংশে স্বাধীনতার অর্ধশত বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। এতে প্রতিদিন পাচঁ থেকে দশ হাজার মানুষ ও আরো পাঁচটি গ্রামের চাকুরীজীবি, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীসহ এখানকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করনে চরম দুর্ভোগ পোহাচ্ছে। উল্লেখ্য, মাটির এই রাস্তাটির সংস্কার বা উন্নয়নে বছরের পর বছর স্থানীয় গ্রামবাসী আশার বানী শুনে আসছে।
মুসলিমপুর বাচ্চু মিয়ার বাড়ি হইতে বালাকান্দা বাজারের মধ্যে দিয়ে হুরুয়ারকান্দা পর্যন্ত ৫ টি গ্রামের মানুষের চলাচলের সড়ক এটি। প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে স্বাধীনতার পর গত অর্ধশত বছরেও উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। এলাকায় ১০ হাজারেরও বেশী লোকের বসবাস। এই গ্রামে রয়েছে সরকারী-বেসরকারী চাকুরীজীবি, ব্যবসায়ী, কৃষকসহ অনেক শিক্ষার্থী। সড়কটি একদিন বৃষ্টি হলে ব্যবহারের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ায় প্রতিদিন অবনর্ণীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার মানুষজনদের। এসময় রিক্সা,মোটরসাইকেল, অটোরিক্সা, ইজিবাইকসহ ছোট ছোট যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। এসময়ে পায়ে হেঁটেই যাতায়াত করতে হয় গ্রামবাসীর।
সুরমা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউ/পি সদস্য মোঃ ইউনুস মিয়া, মোঃ সফিকুল হক, আলাউর রহমান(সাবেক মেম্বার),ময়না মিয়া, সুলতান মিয়া, আঃহামিদ, মোঃ আবুল বাশার, মোঃ ওয়াসিম মিয়া, মোঃআকামত মিয়া,প্রমুখ জানান, উল্লেখিত গ্রামগুলোর অধিকাংশ বাসিন্দাই কৃষি কাজ করেই জীবিকা নির্ভর করেন। সড়কটিতে যান চলাচলের অসুবিধার কারণে আমাদের উৎপাদিত পন্য বাজারে নিয়ে যেতে শ্রমিকদের উপর নির্ভর করতে হচ্ছে। এর জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। একদিন বৃষ্টি হলে পুরো সড়কটি ব্যবহারের অনুপযোগী থাকায় রোগী,বয়স্ক লোকজন কিংবা অসুস্থ গর্ভবতী মহিলাদেরও অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরজমিনে গিয়ে কথা হয় এলাকার জজ মিয়া, মাসুক মিয়া, রুবেল মিয়া, মোঃ আঃ বারেক,মটরসাইকেল চালক এর সাথে,
তারা রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় অনেক সময় পাকা রাস্তার পাশে গাড়ি রেখে পায়ে হেটে বাড়িতে আসা-যাওয়া করতে হয় আমাদের। এই সড়ক পথেই রয়েছে একটি বাজার,একটা এতিমখানা ও কয়েকটি সরকারি বেসরকারি স্কুল প্রতিষ্ঠান। এছাড়াও বেশ কয়েকটি জামে মসজিদ রয়েছে এখানে এই গ্রামের রাস্তার পাসে।
এব্যাপারে স্থানীয় সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃছাত্তার সাংবাদিকদের জানান,
মুসলিমপুর থেকে বালাকান্দা বাজার হয়ে হুরুয়ারকান্দার রাস্তাটি করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি।আমি আমার ইউনিয়ন পরিষদের তেমন কিছু বরাদ্দ পাচ্ছিনা, বরাদ্দ যদি পাই তাহলে রাস্তার কাজ করে দিব।
এলাকার স্থানীয়রা জানান, সাবেক সংসদ সদস্যগন শুধু ভোট চাওয়ার সময় হলে অনেক ওয়াদা করে যান। কিন্তু যখন উনাদের সপ্ন পূর্ন হয়ে,তখন গ্রামের লোকজনের কথা উনাদের কি আর মনে থাকে।
বর্তমান এমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উল্লেখিত এলাকাবাসীর দাবী যত দ্রুত সম্ভব মুসলিমপুর বাচ্চু মিয়ার বাড়ি থেকে বালাকান্দা বাজার হয়ে হুরুয়ারকান্দা গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত রাস্তাটির সংস্কার করা।
Show quoted text