দিরাইয়ে কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন

 




দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:


সারাদেশের মতো সুনামগঞ্জের দিরাইয়ে সাতদিন কঠোর লকডাউনের প্রথমদিন আজ। দিরাইয়ে কঠোর বিধিনিষেধে প্রশাসনের সকল বাহিনী মাঠে কাজ করছেন। বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া সড়কে বের হচ্ছেন না কেউ। ফলে শহরে এক ধরণের নিরবতা বিরাজ করছে। 

কঠোর লকডাউনের প্রথম দিনে ভোর থেকেই দিরাই উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে  নিয়মিত টহলের মাধ্যমে সর্বসাধারণকে ঘরমুখী করতে কাজ করে যাচ্ছে প্রশাসনের প্রতিটি ইউনিট। করোনা সংক্রমণ হতে সর্বসাধারণকে সচেতন করতে চলছে সচেতনতামূলক মাইকিং। 


সরেজমিনে বৃহস্পতিবার (১ জুলাই) দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, সড়কে গণ পরিবহন বন্ধ থাকলেও অটোবাইক,ভ্যানের পাশাপাশি জনসাধারনের চলাচল ছিল সীমিত আকারে। বন্ধ রয়েছে মার্কেট, দোকান পাঠ ও ব্যবসা প্রতিষ্ঠান। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে যাঁরা অপ্রয়োজনে বাইরে বের হচ্ছে ও অযথাই ঘোরাফেরা করছে তাদেরকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জরিমানা করছেন।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন