জগন্নাথপুরে সাবেক মেয়র মিজানের নাম ফলক ভাঙচুর: পৌরবাসীর নিন্দা

জগন্নাথপুরে সাবেক মেয়র মিজানের নাম ফলক ভাঙচুর: পৌরবাসীর নিন্দা

আমিনুর রহমান জিলু


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভুইয়ার নাম ফলক ভাঙচুর করা হয়েছে। গত ৮ জুলাই রাতে জগন্নাথপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের হবিব নগর এলাকায় কে-বা কারা গোপনে এই নাম ফলকটি ভাঙচুর করেছে তা এখনো জানা যায়নি। ব্যাক্তিগত মালিকানাধীন অর্থায়নে নির্মিত আর সি সি ঢালাই এর এই রাস্তার উদ্ভোদন করেন সাবেক মেয়র মিজানুর রশিদ ভুইয়া । যিনি তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে সর্ব প্রথম এই রাস্তার কাজের উদ্ভোদন করেন।


জগন্নাথপুরে সাবেক মেয়র মিজানের নাম ফলক ভাঙচুর: পৌরবাসীর নিন্দা

এদিকে ঘৃণ্য এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জগন্নাথপুর পৌরসভার সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন নেতৃবৃন্দ। তারা বলেন ৩ বারের নির্বাচিত সাবেক মেয়র মিজানুর রশিদ ভুইয়া জগন্নাথপুর পৌরসভার আপামর জনসাধারণের আস্থাভাজন ও অত্যন্ত প্রিয় ব্যাক্তিত্ব। যারা তার নাম ফলকটি ভাঙচুর করেছে তাদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হোক। আমরা এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। 

সরেজমিনে গিয়ে দেখা যায় মিজানুর রশিদ ভুইয়ার নামফলক সম্বলিত প্লেটটি ভাঙ্গা অবস্থায় রয়েছে। এব্যাপারে বাড়ির মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে, মালিকের দুলাভাই মোঃ আশিক মিয়া জানান -তিনি বাড়িতে নাই, বিদেশে থাকেন। নামফলকটি কে-বা কারা ভাঙচুর করেছে তা আমাদের জানা নাই। কর্তৃপক্ষ যদি সেটি পুনরায় স্থাপন করেন তবে আমাদের কোনো সমস্যা নাই। বাড়ির মালিক ফোনে সাবেক মেয়র মিজানুর রশিদ ভুইয়ার কাছে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বলেও জানা যায়। 

এব্যাপারে জগন্নাথপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিল সোহেল আহমেদ এর সাথে মোবাইলে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও  তাকে পাওয়া যায়নি।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন