স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেছেন নিরাস্বত্ত্ব চিত্তে নিরাস্বত্ত্ব হয়ে জবাবদিহিতা স্বচ্ছতার মাধ্যমে গরীব অসহায় মানুষদের কল্যাণকর কাজে গুরুত্ব দিয়ে সরকারের দেয়া অর্পিত দায়িত্ব পালন করে যেতে চাই। উপজেলার প্রতিটি উন্নয়ন এবং জনগনের কল্যাণকর প্রতিটি কাজে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে তিনি বলেন জগন্নাথপুর উপজেলাকে একটি মডেল উপজেলা গঠনে সকলে মিলে কাজ করে যেতে সর্ব মহলের সহযোগিতা প্রত্যাশা করেন। ৮ জুন মঙ্গলবার দুপুরে পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ আরো বলেন মন্ত্রী মহোদয়ের প্রচেষ্টায় ইতোমধ্যে জগন্নাথপুরে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি উপজেলার নাগরিকবৃন্দের কল্যাণকর কাজ ভালবাসে চালিয়ে যেতে সহযোগিতা কামনা করেন। পরিচিতি সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম বকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সুন্দর আলী, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সেক্রেটারী আকমল হোসেন ভুইয়া, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, সুনামকন্ঠ প্রতিনিধি শাহজাহান মিয়া প্রমূখ। জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু, সহ সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি গোবিন্দ দেব, যায়যায়দিন প্রতিনিধি জুয়েল আহমদ, দৈনিক সিলেট বানী প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, বাংলাদেশ মিডিয়া প্রতিনিধি আব্দুল ওয়াহিদ, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি নয়ন রায়, দৈনিক সংবাদ প্রতিনিধি মিরজাহান মিজান, দৈনিক আগামীর সময় প্রতিনিধি হুমায়ুন ফরিদি, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন প্রতিনিধি বিপ্লব দেবনাথ, আজকের স্বদেশ প্রতিনিধি রুম্মান আহমদ, সিলেটের মানচিত্র প্রতিনিধি কলি বেগম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, বিশিষ্ঠ ব্যবসায়ী লালা মিয়া, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কয়ছর রশীদ, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।