প্রবাসীর স্মরণে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র দোয়া মাহফিল



শাহীন আলম, কোম্পানীগঞ্জ সিলেট

কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র উপদেষ্টা কমিটির সদস্য এডভোকেট মোঃ ফরিদ উদ্দিন স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার লন্ডনস্থ ক্যাফে লীডস্ রেস্টুরেন্টে দোয়া ও আলেচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা সদস্য ও সাবেক সভাপতি মোঃ আমিনুর রশীদ। এসোসিয়েশনের সভাপতি মোঃ হারিছ আলীর  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সভাপতি ও অনুষ্ঠানের বিশেষ অতিথি কামাল মোস্তফা গোলাপ, সহ সভাপতি কামাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক ও ইসি মেম্বার সাজিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল রশীদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল আলম আরশ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ ও ইসি মেম্বার বজলুর রশীদ বদর প্রমুখ। ধর্ম সম্পাদক দেলোয়ার হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় উপস্থিত ছিলেন প্রেস পাবলিসিটি সেক্রেটারী শাহরিয়ার হোসাইন, সদস্য তাহমীদ রশীদ, মরহুম ফরিদ উদ্দিনের বড় ছেলে জাবেদ আহমদ ও জামাতা আব্দুর রহীম। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, 'ফরিদ উদ্দিনের প্রস্থান প্রবাসী কমিউনিটির জন্য অফুরন্ত ক্ষতি হয়েছে। তিনি কোম্পানীগঞ্জ তথা প্রবাসীদের কাছে প্রেরণার উৎস ছিলেন। তাঁর হাত ধরে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র অনেক উন্নতি সাধিত হয়েছে। আমাদের জন্য সব সময় তিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন।'সভায় এডভোকেট ফরিদ উদ্দিনের মাগফিরাত কামনায়  কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষত দরিদ্র মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে ২০টি টিউবওয়েল স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। আলোচনা শেষে সদ্য প্রয়াত প্রবাসী এই নেতার জন্য মাগফিরাত কামনা করে দোয়া ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন