মুরাদ মিয়া, বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় গরুসহ নাসির বিড়ি ও মদের চালান আটক করে, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি)। বিজিবি তথ্যসুত্রে জানাযায় আজ শুক্রবার( ৪জুন) লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৫/৩-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মুকসেদপুর নামক স্থান হতে ১৩ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে। একই দিনে লাউরগড় বিওপির টহল দল অন্য একটি পৃথক অভিযানে সীমান্তের মেইন পিলার ১২০৬ এর নিকট শুন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় উপজেলার একই ইউনিয়নের মনাপাড়া নামক স্থান হতে ০৪টি ভারতীয় ছোট-মাঝারী গরু আটক করে। এছাড়াও একই দিনে টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৯/৪-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের ভুরুঙ্গাছড়া নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় মদ আটক করে।এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অধিনায়ক তসলিম এহসান (পিএসসি)জানান আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এবং নাসির বিড়ি ও গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।